নারায়নগঞ্জে ঘটনায় সন্তোষজনক অগ্রগতি ৫ জুন রিপোর্ট দাখিল : তদন্ত কমিশন
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ নারায়নগঞ্জে প্যানেল মেয়র ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলামসহ ৭ জনকে অপহরণের পর হত্যার ঘটনায় হাইকোর্টের নির্দেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিশিনের সদস্য আইন মন্ত্রনালয়ের উপ সচিব মিজানুর রহমান বলেছেন, তদন্তে সন্তোষজনক অগ্রগতি হয়েছে। আগামী ৫ জুন হাইকোর্টে তদন্ত কমিটির রিপোর্ট দাখিল করা হবে।
রোববার দুপুরে সচিবালয়ে নারায়নগঞ্জের সাবেক পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলামের শুনানি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তদন্ত কমিশিনের সদস্য আইন মন্ত্রনালয়ের উপ সচিব মিজানুর রহমান বলেন, নারায়নগঞ্জের সাবেক পুলিশ সুপারকে আজ শুনানির জন্য ডাকা হয়েছিল। আমরা তার কাছে যা জানতে চেয়েছিলাম, তার সন্তোষজনক জবাব আমরা পেয়েছি। আমারা তদন্ত কার্যক্রম নিয়ে আশাবাদী।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী ৫ জুন হাইকোর্টে তদন্ত কমিটির রিপোর্ট দাখিল করা হবে।
এর আগে আজ (রোববার) সকালে তদন্ত কমিশনের সামনে হাজির হন নারায়নগঞ্জের সাবেক এসপি সৈয়দ নুরুল ইসলাম। সকাল সাড়ে দশ টায় এসপির শুনানি শুরু হয়। নারায়নগঞ্জে প্যানেল মেয়র ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলামসহ ৭ জনকে অপহরণের পর হত্যার ঘটনায় হাইকোর্টের নির্দেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি তদন্ত কমিশন গঠন করে।
উল্লেখ্য, গত ২৭ এপ্রিল একটি মামলায় হাজিরা দিয়ে ঢাকায় যাওয়ার পথে ঢাকা-নারায়নগঞ্জ লিংক রোড থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে নাসিক প্যানেল মেয়র নজরুল ইসলাম ও এাডভোকেট চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। অপহরণের তিন দিন পর ৩০ এপ্রিল নারায়নগঞ্জের শীতালক্ষা নদী থেকে নজরুল ও চন্দন সরকারসহ অপহৃত ৬ জনের এবং এর একদিন পর ১ মে বাকি ১ জনের লাশ উদ্ধার করা হয়।
অপহরণে সংশ্লিষ্টতার অভিযোগ উত্থাপিত হওয়ায় র্যাবের-১১ সিও (অধিনায়ক) লে.কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারনে নারায়নগঞ্জের জেলা প্রশাসক মনোজকান্তি বড়াল ও জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামকে ২৯ এপ্রিল প্রত্যাহার করা হয়। অপহরনের পর হত্যায় সংশ্লিষ্টতার অভিযোগ স্পষ্ট হওয়ায় প্রধানমন্ত্রীর নির্দেশে ৫মে লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেনকে সেনাবাহিনী থেকে এবং নারায়নগঞ্জ ক্যাম্পের সাবেক প্রধান লে. কমান্ডার এম.এম রানাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।