গৃহবধূ হত্যার দায়ে স্বামী ও দেবরের ফাঁসি

satkhira সাতক্ষীরাপ্রতিনিধি, এবিসি নিউজ বিডি, সাতক্ষীরাঃ সাতক্ষীরায় গৃহবধূ আফরোজা খাতুনকে হত্যার দায়ে স্বামী সোহরাব হোসেন ও দেবর সাহেব আলীকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই মামলায় অপর তিন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। রোববার দুপুরে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শাহেনুর রহমান এ রায় ঘোষণা করেন। সাজার আদেশপ্রাপ্ত আসামি সোহরাব হোসেন ও সাহেব আলী সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের হাড়দ্দাহ গ্রামের মাওলা সরদারের ছেলে। সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদা আক্তার বানু রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার বিবরণ ও মামলার বাদী নিহতের ভাই নাজিম উদ্দিন জানান, সাত বছর আগে সোহরাবের সঙ্গে তার বোন আফরোজা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকে ৫০ হাজার টাকা যৌতুক দাবি করে আসছিলেন সোহরাব। পরে ৩০ হাজার টাকা যৌতুক দেওয়া হয় তাকে। বাকি ২০ হাজার টাকা দিতে না পারায় ২০০৫ সালের ৩১ জানুয়ারি রাতে আফরোজাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেন তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন। আফরোজা সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সুলতানপুর গ্রামের ইনসার আলী গাজীর মেয়ে। এ ঘটনায় নাজিম উদ্দিন বাদী হয়ে সোহরাব হোসেন, তার মা রোকেয়া খাতুন, বাবা মাওলা সরদার, ভাই সাহেব আলী ও আলাউদ্দিন সরদারকে আসামি করে সাতক্ষীরা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই দু’জনকে মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় বাকি আসামিদের বেকসুর খালাস দেওয়া হয়েছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ