প্রধানমন্ত্রীকে এম কে আনোয়ারের চ্যালেঞ্জ

MK anowar এম কে আনোয়ারসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চ্যালেঞ্জ ছুড়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেছেন, যদি নিজেকে বৈধ জনপ্রতিনিধি মনে করে থাকেন, তাহলে আমার আসনে নির্বাচনে লড়ুন, আমার সঙ্গে যদি জয়লাভ করতে পারেন তাহলে আমি আপনাকে সালাম করবো। আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নেব। রোববার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমানের ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় এ চ্যালেঞ্জ ছুঁড়ে দেন এম কে আনোয়ার। সরকারের কড়া সমালোচনা করে তিনি বলেন, সারাদেশে লুটপাট চলছে। হত্যা, গুম, অপহরণ চলছে। মানুষের সহ্যের সীমা ছাড়িয়ে গেছে সরকারের এসব অপকর্ম। এম কে আনোয়ার বলেন, আপনার বাবা ক্ষমতায় এসে বাকশাল কায়েম করেন। তিনি জনমত প্রকাশ বন্ধ করে দেন, রক্ষীবাহিনী গঠন করে নিজেকে রক্ষার চেষ্টা করেন। কিন্তু তার শেষ রক্ষা হয়নি। আপনিও ভিন্ন কায়দায় বাকশাল কায়েম করে শেষ রক্ষা পাবেন না। শেখ মুজিবুর রহমানের মতো তার মেয়েও বাকশাল কায়েম করেছেন উল্লেখ করে তিনি বলেন, ভিন্নমত প্রকাশ করতে দেওয়া হচ্ছে না। সভা-সমাবেশ করতে দেওয়া হচ্ছে না। বিরোধী দল দমন-নিপীড়নে সরকার উন্মত্ত হয়ে উঠেছে। এমনকি আইনজীবীদেরও কোনো মত প্রকাশ করতে দেওয়া হচ্ছে না। দমন-নিপীড়ন বন্ধ করে মানুষের দাবি পূরণের আহ্বান জানিয়ে তিনি বলেন, হত্যা, গুম, অপহরণ, লুটপাট বন্ধ করুন। সব জনগণের হিসাবের খাতায় লেখা হচ্ছে। সব অপকর্মের জবাব দিতে হবে। ভারত থেকে ১০০ ক্যাডারকে দুর্ধর্ষ প্রশিক্ষণ দিয়ে এনে তাদের মাধ্যমে গুম, অপহরণ, হত্যা করানো হচ্ছে বলেও দাবি করেন তিনি। তিনি বলেন, জিয়াউর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, মানুষের মুক্তির জন্য। কিন্তু সে লক্ষ্য আওয়ামী লীগ বরাবরই ধ্বংস করে দিতে চাইছে। তাদের কাছে জনগণের জানমালের কোনো মূল্য নেই। তারা অর্থ ও ক্ষমতার জন্য বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা-গুম-অপহরণ করে চলেছে। এখন কেবল বিরোধী দলই নয়, নিজেরা নিজেরাই মারামারি-খুনোখুনি করছে। তাদের এসব নৃশংস কর্মকাণ্ডে মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। মানুষ এই সরকারের হাত থেকে মুক্তি চায়। বিএনপির এ জ্যেষ্ঠ নেতা বলেন, হত্যা, গুম, অপহরণে ক্ষতিগ্রস্ত ২২টি পরিবারের লোকজনের সঙ্গে দেখা করে তাদের সান্ত্বনা দিতে চেয়েছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। কিন্তু সরকার রমনার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্সে পরিবারগুলোর সঙ্গে খালেদাকে দেখা করার সুযোগ দেয়নি। অবস্থা এমন দাঁড়িয়েছে, কেউ শোকাহত হয়ে পড়লে তাকে কাঁদতেও দিচ্ছে না সরকার। বিএনপির স্থায়ী কমিটির এ জ্যেষ্ঠ সদস্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশ-জাতিকে রেহাই দিতে অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচন দিয়ে একটি গণতান্ত্রিক সরকারকে রাষ্ট্রপরিচালনার সুযোগ দিন। জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি নূরে আরা সাফা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, মহিলা দলের সাধারণ সম্পাদিকা শিরিন সুলতানা, সহ-সভাপতি রাবেয়া সিরাজ, শীর্ষ নেত্রী রওশন আরা ফরিদ, বিলকিস জাহান, নেওয়াজ হালিমা আরলী।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ