নুর হোসেনের বান্ধবী নীলার ৩ দিনের রিমান্ড
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, নারায়ণগঞ্জঃ সাত খুনের প্রধান আসামি নুর হোসেনের কথিত বান্ধবী জান্নাতুল ফেরদৌস নীলাকে অন্য একটি হত্যামামলায় গ্রেপ্তার করার পর আদালতে ৭ দিনের হেফাজত চাইলেও হাকিম যাবির হোসেন তাকে তিন দিন রিমান্ডে নেয়ার নির্দেশ দেন।
গত বছর সিদ্ধিরগঞ্জের একটি খুনের মামলায় আটক দুজনের স্বীকারোক্তিতে নীলার সম্পৃক্ততার তথ্য পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতেও নেয়া হয়েছে।
নজরুল ইসলামসহ সাতজনকে হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে গঠিত কমিটি এর আগে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সংরক্ষিত আসনের কাউন্সিলর নীলাকে জিজ্ঞাসাবাদ করেছিল।
সাত খুনের ঘটনার পর আসামিদের সম্পর্কের বিষয়টি আলোচনায় উঠে আসার পর নীলা বলেছিলেন, কাউন্সিলর নূর হোসেন তাকে ওই সম্পর্ক রাখতে বাধ্য করেছিলেন।
২০১৩ সালের ২৭ অক্টোবর সিদ্ধিরগঞ্জের আজিবপুর এলাকার জুয়েল নামের এক ব্যক্তিকে খুনের মামলায় নীলাকে গ্রেপ্তার করা হয়েছে।
ওই ঘটনায় পুলিশ সোহাগ ও মনা নামের দুজনকে আটক করে। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে নীলার সম্পৃক্ততার তথ্য পাওয়া যায় বলে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন জানিয়েছেন।
তিনি সাংবাদিকদের বলেন, “তারা এই হত্যাকাণ্ডে নীলার জড়িত থাকার তথ্য জানালে কাল (রোববার)রাতে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।”
সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার বাড়ি থেকে গ্রেপ্তার নীলাকে সোমবার দুপুরে আদালতে পাঠায় পুলিশ।
তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের জন্য হেফাজতে চাইলেও হাকিম যাবির হোসেন তিন দিন রিমান্ডের নির্দেশ দেন।
নীলা ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে যুক্ত, নুর হোসেনও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। সাত খুনে নাম আসার পর তাকে অব্যাহতি দেয়া হয়।
কাউন্সিলর নজরুলসহ সাতজনের লাশ উদ্ধারের পর থেকে নুর হোসেন পলাতক। তিনি ভারতে রয়েছেন বলে র্যাব জানিয়েছে, তাকে ধরতে ইন্টারপোলের শরণ নিয়েছে পুলিশ।
নীলা এর আগে কয়েকটি সংবাদপত্রকে জানিয়েছিলেন, সাতজনকে অপহরণের পর নুর হোসেন কলকাতায় যাচ্ছেন বলে তাকেও জানিয়েছিলেন।