শপথে যোগ দিতে নয়াদিল্লিতে নওয়াজ
আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ আজ সোমবার সকালে ভারতের রাজধানী নয়াদিল্লি পৌছেছেন। নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভারত সফর করছেন তিনি। আজ সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি শপথ নেবেন। খবর-এনডিটিভি। রাজধানী ইসলামাবাদ ছাড়ার আগে নওয়াজ শরীফ সংবাদিকদের বলেন, আমি শান্তির বার্তা নিয়ে ভারতে যাচ্ছি।আমি বিশ্বাস করি আলোচনাই হচ্ছে সমাধানের একমাত্র পথ। এদিকে নরেন্দ্র মোদির পক্ষ থেকে পাক প্রধানমন্ত্রীকে শপথ অনুষ্ঠানে দাওয়াত এবং দ্বিপক্ষীয় বৈঠকের আমন্ত্রণ জানানোর বিষয়টিকে আশ্চর্যজনক ঘটনা হিসেবে দেখা হচ্ছে। পাশাপাশি আশা করা হচ্ছে যে- এখন থেকে ইসলামাবাদ ও নয়াদিল্লির মধ্যে সম্পর্কের বরফ গলতে শুরু করবে। ২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের অচলাবস্থা দেখা দেয়। ভারতের প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে পাক প্রধানমন্ত্রীর যোগ দেয়ার ঘটনা হচ্ছে ইতিহাসে এই প্রথম। অন্যদিকে, শুভেচ্ছার নিদর্শন স্বরূপ নওয়াজ শরীফ গতকাল পাকিস্তানের জেল থেকে ১৫১ জন ভারতীয় জেলেকে মুক্তি দেয়ার নির্দেশ দিয়েছেন।