মহেশপুর সীমান্তে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

BSF বিএসএফপ্রতিনিধি, এবিসি নিউজ বিডি, ঝিনাইদহঃ অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করায় তুফান (২০) নামে এক বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ। সোমবার ভোর ৫টার দিকে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলা সীমান্তের বাঘাডাঙ্গা ব্যাটালিয়ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৬০-৪৬ এলাকা দিয়ে ভারতের নদিয়া জেলার হাসখালী থানার সরদারপাড়ায় প্রবেশ করলে বিএসএফ তাকে ধরে নিয়ে যায়। তুফান মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের এনামুল হক এনার ছেলে। সোমবার দুপুরে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের লে. কর্নেল এস এম মনিরুজ্জামান এক ই-মেইল বার্তায় জানান, ভারতের অভ্যন্তরে গরু আনার জন্য প্রবেশ করলে ১৭৩ বিএসএফ ব্যাটালিয়নের বর্ণবাড়িয়া ক্যাম্পের টহলদল তুফানকে ধরে নিয়ে যায়। তিনি আরও জানান, তুফানকে ফেরত আনতে সকালেই কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পতাকা বৈঠকে বিএসএফ কোম্পানি কমান্ডার জানিয়েছেন, ওই বাংলাদেশী নাগরিককে পাঁচটি গরুসহ ভারতের ধানতলা থানা পুলিশ আটক করেছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ