৯ আগস্ট নাফিসের মামলার রায়
আন্তর্জাতিক নিউজ ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকা : নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ভবন উড়িয়ে দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগে এফবিআই’র হাতে গ্রেফতার বাংলাদেশি ছাত্র কাজী মোহাম্মদ রিজওয়ানুল আহসান নাফিসের মামলার রায়ের তারিখ পিছিয়েছে। আগামী ৯ আগস্ট মামলার রায় ঘোষণা করা হবে।
বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টায় আমেরিকার ব্রুকলিন আদালতে চিফ জাস্টিস ক্যারল অ্যামন রায় ঘোষণার নতুন তারিখ দেন।
আগামী ছয় সপ্তাহের মধ্যে নাফিসের ফরেনসিক ও সাইক্রিয়াটিক রিপোর্ট পর্যালোচনা করার নির্দেশ দেয়া হয়েছে। ওই রিপোর্ট পর্যালোচনার পরই নাফিসের মামলার চূড়ান্ত রায় দেয়া হবে। তবে দণ্ডভোগের আগে তার মানসিক স্বাস্থ্য পরীক্ষার আদেশ দিয়েছে আদালত।
এর আগে ব্রুকলিনের ফেডারেল কোর্টের মুখ্য বিচারপতি ক্যারল বি অ্যামোনের বৃহস্পতিবার রায় ঘোষণার তারিখ নির্ধারিত ছিলো।
নাফিসের মামলার বর্তমান অবস্থা এবং শাস্তির বিধিবিধান নিয়ে তার আইনজীবী এবং সরকারপক্ষের সঙ্গে আলোচনা চলছে। ফেডারেল কোর্টের মুখপাত্র রবার্ট নারডোজা বিষয়টি নিশ্চিত করেন।
কাজী নাফিসের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন হতে পারে। তবে আমেরিকার আইন অনুযায়ী, দোষ স্বীকার করলে শাস্তির মাত্রা কমিয়ে দেওয়া হয়। আইনি লড়াইয়ে না গিয়ে দোষ স্বীকারের জন্য এর আগে এ ধরনের অনেক অপরাধে কম শাস্তির উদাহরণ রয়েছে। এছাড়া তার বয়সের কথাও বিবেচনা করা হতে পারে।
নাফিস ২০১২ সালের জানুয়ারিতে আমেরিকা যান। বর্তমানে তার বয়স ২২।