আ’লীগ ভার্সেস আ’লীগ কোন্দলে রক্তক্ষয় বাড়বে: মওদুদ
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ সরকারকে গণতান্ত্রিক পথে ফিরে আসার আহ্বান জানিয়ে বলেছেন, ‘সরকার নারায়ণগঞ্জের ঘটনা উপলদ্ধি করে যদি গণতন্ত্রের পথে ফিরে আসে তাহলেই গণতন্ত্র টিকবে। আর যদি ফিরে না আসে, তাহলে দেশের মানুষ চুপ করে থাকবে না। আওয়ামী লীগ ভার্সেস আওয়ামী লীগ কোন্দলে রক্তক্ষয় বেড়েই চলবে।’ সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মওদুদ আহমদ বলেন, ‘নারায়ণগঞ্জ ও ফেনীতে যে ঘটনা ঘটেছে এতে দেশের মানুষ আতংকে রয়েছে। দেশে অরাজকতা সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে দেশে একটি জনপ্রতিনিধিত্বমূলক সরকার দরকার। তা না হলে দেশে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হবে। আইনশৃঙ্খলার অবনতি হবে। আওয়ামী লীগে আওয়ামী লীগে খুনোখুনি হবে।’ জেদাজেদি না করে সরকারকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘নির্দলীয় সরকারের অধীনে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের উদ্যোগ সরকার নিলে, আমরাও তাদের সহযোগিতা করবো।’ ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ‘আজকে যদি কাজী নজরুল ইসলাম বেঁচে থাকতেন, তাহলে বর্তমান অত্যাচার, জুলুমের বিরুদ্ধে তার কলম থেমে থাকতো না।’ কাজী নজরুল ইসলাম জীবনের অনুপ্রেরণা উল্লেখ করে তাকে সম্মানের সঙ্গে স্মরণ করেন বিএনপির এই নেতা। এ সময় বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলন, ‘বর্তমান সংকটের এই মুহূর্তে নজরুল ইসলামের কবিতা আমাদের আন্দোলন সংগ্রামে প্রেরণা যোগাবে।’ সমগ্র বাংলা ভাষা ভাষীদের জাতীয় কবি নজরুল ইসলাম উল্লেখ করে তিনি বলেন, ‘নজরুল সকল ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে সাহিত্য সৃষ্টি করেছেন। ধর্ম নিয়ে এমন উন্মুক্ত চিন্তা কেউ দেখাতে পারেননি।’ সংগঠনের সভাপতি এম এ মালেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কণ্ঠশিল্পী মনির খানের সঞ্চলনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি রেজাবুদ দৌলা চৌধুরী, ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়য়ের সাবেক ভিসি ড. খলিলুর রহমান, একুশে পদকপ্রাপ্ত ছড়াকার আবু ছালে, কণ্ঠশিল্পী রিজিয়া পারভীন প্রমুখ।