তালায় বন্দুকযুদ্ধে চরমপন্থী কমান্ডার নিহত
প্রতিনিধি, এবিসি নিউজ বিডি, সাতক্ষীরাঃ জেলার তালায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির(এমএল, জনযুদ্ধ) আঞ্চলিক কমান্ডার আব্দুল গফ্ফার পাড় (৫০) নিহত হয়েছেন। এ সময় সাইফুল ইসলাম (৪২) নামে তার এক সহযোগী গুলিবিদ্ধ হয়েছেন। উপজেলার দোহার এলাকার টেংরার বিলে মঙ্গলবার ভোর সাড়ে তিনটার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। গফ্ফার তালা উপজেলার ডাঙ্গানলতা গ্রামের আবু পাড়ের ছেলে। গুলিবিদ্ধ সাইফুল দৈনিক পত্রদূত পত্রিকার সম্পাদক স.ম. আলাউদ্দীন হত্যা মামলার অন্যতম আসামি। তিনি সাতক্ষীরা সদরের সুলতানপুর গ্রামের মৃত কাজী আব্দুল ওয়াহাবের ছেলে। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু বকর সিদ্দিক জানান, দোহার এলাকার টেংরার বিলে গফ্ফার ও সাইফুল ইসলামসহ ১৪-১৫ জন চরমপন্থী নেতা বৈঠক করছে বলে থানায় খবর আসে। গোপন সংবাদের ভিত্তিতে রাত আড়াইটার দিকে পুলিশ টেংরার বিল এলাকায় পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে চরমপন্থীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পুলিশ ১০ রাউন্ড গুলি করে। এরপর চরমপন্থীরা পালিয়ে যায়। এ সময় চরমপন্থী কমান্ডার গফ্ফার ঘটনাস্থলে মারা যান। সাইফুল ইসলামকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়। ওসি শেখ আবু বকর সিদ্দিক বলেন, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। নিহত গফ্ফারের বিরুদ্ধে তালা থানায় হত্যা, ডাকাতিসহ ৬-৭টি মামলা রয়েছে বলে জানান তিনি। বন্দুকযুদ্ধে থানার দুই কনস্টেবল মহিদুল ইসলাম ও হাফিজ উদ্দীন আহত হয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে।