নূর হোসেনের মালিকানাধীন বাস থেকে অস্ত্র উদ্ধার
প্রতিনিধি, এবিসি নিউজ বিডি, নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জের সেভেন মার্ডারের ঘটনার প্রধান আসামি নূর হোসেনের মালিকানাধীন পরিবহনের বাস থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত পৌনে ১টার দিকে সিদ্ধিরগঞ্জের শিমরাইল টেকপাড়া এলাকায় নূর হোসেনের মালিকানাধীন এবিএস পরিবহন থেকে দুই রাউন্ড গুলিসহ তিনটি রিভলবার, শর্টগানের পাঁচ রাউন্ড কার্তুজ ও কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে জানিয়েছেন থানার ওসি আলাউদ্দিন। তিনি জানান, গোপন সংবাদে এ অভিযানে অনেক বাস তল্লাশি করা হয়। এর মধ্যে একটি বাসের চালকের পাশের সিটের নিচ থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। সেভেন মার্ডারের পর থেকেই সিদ্ধিরগঞ্জের শিমরাইল থেকে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল পর্যন্ত চলাচল করা নূর হোসেনের মালিকানাধীন এবিএস পরিবহনের বাস চলাচল বন্ধ রয়েছে। পরে বাসগুলো শিমরাইলের টেকপাড়া এলাকায় হোসেনের বাড়ির পাশের একটি বালুর মাঠে রাখা হয়। এর আগে গত ১৫ মে আদালতের নির্দেশে সিদ্ধিরগঞ্জে নূর হোসেনের বাড়ি থেকে অস্থাবর সম্পত্তি থেকে মালামাল ক্রোকের সময়ে আট রাউন্ড গুলিসহ একটি রিভলবার, শর্টগানের আট রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছিল। এরও আগে উদ্ধার করা হয়েছিল বিপুলসংখ্যক ফেনসিডিল। গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে একসঙ্গে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ নজরুল ইসলাম, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, নজরুলের গাড়িচালক জাহাঙ্গীর আলম, আইনজীবী চন্দন কুমার সরকার এবং তার ব্যক্তিগত গাড়িচালক ইব্রাহিম অপহৃত হন। গত ৩০ এপ্রিল বিকেলে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ছয়জন এবং ১ মে সকালে আরো একজনের লাশ উদ্ধার করা হয়।