র‌্যাবের বাড়তি দায়িত্ব পালন না করার বিষয়টি কৌশলগত : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

asadujjaman khan kamal আসাদুজ্জামান খান কামালসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) নির্ধারিত কাজের বাইরে বাড়তি কোন দায়িত্ব পালন করবে না বলে মহাপরিচালকের সোমবারের দেয়া বিবৃতি কৌশলগত জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্বরাস্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসন্ন রমজানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রনের বিষয় নিয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

‘র‌্যাব চেকপোষ্টসহ নির্ধারিত দায়িত্বের বাইরে কোন দয়িত্ব পালন করবে না, রমজানকে সামনে রেখে র‌্যাবের হঠাৎ এই সিদ্ধান্ত কেন’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘এটা আসলে কৌশলগত সিদ্ধান্ত। আমাদের যখন প্রয়োজন হবে তখন র‌্যাব ব্যাবহার করবো।’
‘এটা সরকারের কোন সিদ্ধান্ত ছিল কি না’ এমন প্রশ্নের জবাব আসাদুজ্জামান খান কামাল দেওয়ার আগেই মহা পুলিশ পরিদর্শক বলেন, ‘এটা সরকারী সিদ্ধান্ত কি সিদ্ধান্ত না সে বিবেচ্য বিষয় নয়।’
ব্রিফিংয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, আমরা রমজানের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখাসহ দ্রব্যমূল্য ও নিরাবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ রাখার বিষয়ে গুরুত্বের সঙ্গে আলোচনা করেছি। তিনি বলেন, আসন্ন রমজানে বাজার নিয়ন্ত্রনে রাখার লক্ষে বানিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে কাজ করবে। রমজানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ