টেলি-সংলাপ প্রচারকারীরাও ৭ খুনে জড়িত

Shohidul Islam শহীদুল ইসলামসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ  নারায়ণগঞ্জে অপহরণের পর প্যানেল মেয়র নজরুল ইসলামসহ ৭ জনকে হত্যার ঘটনা নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে নিহত নজরুলের শ্বশুর শহিদুল ইসলাম চেয়ারম্যান বলেছেন, একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে এই নিশংস হত্যাকান্ডে জড়িতদের রক্ষায় মাঠে নেমেছে। যারা শামীম ওসমান ও নূর হোসেনের টেলি-সংলাপ প্রচার করেছে, তারাও এই হত্যাকান্ডের সঙ্গে জড়িত।
মঙ্গলবার বিকেলে রাজধানীর ঢাকা রিেেপার্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন।
শহিদুল ইসলাম বলেন, দেশের গন-মাধ্যমে চাঞ্চল্যকর এই হত্যাকান্ড নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে সাহসী ভুমিকার জন্য র‌্যাব- ১১’র সাবেক সিও তারেকসহ অনেকে গ্রেফতার হয়েছেন। রিমান্ডে আছেন। এমনি একটি সময়ে কে বা কারা একটি টেলি সংলাপ প্রকাশ করে এই হত্যাকান্ড থেকে আটকদের মুক্ত করতে মাঠে নেমেছে। একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে শামীম ওসমান ও নূর হোসেনের টেলি-সংলাপ প্রচার করেছে।
শহিদুল ইসলাম চেয়ারম্যান প্রশ্ন করে বলেন, যারা এই টেলি-সংলাপ প্রকাশ করেছে, তাদের উদ্দেশ্য কি? নিহত প্যানেল মেয়র নজরুলের শ্বশুর আরো বলেন, যারা এই টেলি-সংলাপ প্রকাশ করেছে, আর কেউ জানুক আর না জানুক, তারাতো জানতো- নূর হোসেন কখন কোথায় অবস্থান করছে? তাহলে তারা ধরলো না কেন? তারাই কি পালিয়ে যেতে সাহায্য করেছে? তিনি প্রশ্ন করে বলেন, তা নাহলে র‌্যাবের কর্নেল জিয়া জানলো কিভাবে, নূর হোসেন ভারত পালিয়ে গেছে।
নারায়ণগঞ্জের ৭ খুনের ঘটনায় এ পর্যন্ত সরকারের পক্ষ থেকে যে সব পদক্ষেপ নেওয়া হয়েছে, তার জন্য শহিদুল ইসলাম তদের পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি টেলি-সংলাপ প্রকাশকারীদের আটক করে জিজ্ঞাসাবাদের জন্য সরকারে প্রতি আহবান জানান।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ