মাটি থেকে গজাল কলার থোড়!

Kolar-Thur2-300x220রিপোর্টার, এবিসি নিউজ বিডি, মৌলভীবাজারঃ প্রকৃতির খেয়াল বোঝা বড়ই কঠিন। মাঝে মাঝে মেজাজ পাল্টায় প্রকৃতি। আর হয়ত একারণেই দেখা মেলে তার নতুন রুপ। তাই তার পরিবর্তিত অনভ্যস্ত মেজাজ দেখে মানুষের চোখ ছানাবড়া হয়ে য়ায়।এরকম একটি ব্যতিক্রমী কাণ্ড ঘটেছে মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার কালী নগর গ্রামের ইব্রাহিম মিয়া বাড়িতে। সেখানে নিয়মের ব্যত্যয় ঘটিয়ে একটি কলাগাছের পাশে মাটির নিচ থেকে বের হয়ে আসছে কলার তোড়। গাছ ছাড়াই মাটির নিচ থেকে গজে উঠেছে চারটি কলার থোড়। আর সে থোড় থেকে আস্তে আস্তে বের হতে শুরু করেছে কলা। প্রকৃতির এই বে-খেয়ালী রুপ দেখতে প্রতিদিন দলে দলে উৎসুক জনতা ছুটে আসছেন বাড়িতে। সাধারণত কলাগাছের গোড়া থেকে জন্ম নেয় নতুন কলা গাছ। আর এ গাছ আস্তে আস্তে বড় হয়ে তার অগ্রভাগে বের হয় থোড় এবং থোড় থেকে হয় কলা। কিন্তু এভাবে মাটির নিচ থেকে সরাসরি থোড় হয়ে বের হওয়াতে হতবাক বাড়ির মালিক ও গ্রামবাসী। বাড়ির মালিক ইব্রাহিম মিয়া ও আগত দর্শনার্থীরা প্রকৃতির এই অবাক করা কাণ্ডটি দেখে তারা এটা কে আল্লাহর কুদরত বলে অভিহিত করছেন। জুড়ি উপজেলার দ্বায়িত্ব প্রাপ্ত কৃষি কর্মকর্তাও জানালেন এটি ব্যতিক্রমী ঘটনা। গবেষণা ছাড়া এর কারণ তিনি সঠিক ভাবে বলতে পারবেন না। মাটির নিচ থেকে বের হ্ওয়া এই থোড় গুলো দেখতে প্রতিদিন ইব্রাহিম মিয়ার বাড়িতে শত শত লোকের আগমন ঘটায় তার পরিবারের লোকজন বেজায় খুশি। বাড়ি মালিক জানান এ কদিন থেকে তার বাড়িতে যেন এক উৎসব আমেজ বিরাজ করছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ