দক্ষিণ কোরিয়ায় হাসপাতালে আগুনে ২১ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ দক্ষিণ কোরিয়ার জেনসেয়ং কাউন্টিতে এক হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় ২১ জন প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে একজন নার্স এবং বাকিরা রোগী। এ ঘটনায় আহত হয়েছেন আরো আট জন। মঙ্গলবার মধ্যরাতে রাজধানী সিউল থেকে প্রায় তিনশ কিলোমিটার দূরে হায়ওসারাং হাসপাতালের তৃতীয় তলায় আগুন ধরে যায়। এতে ৭০ থেকে ৮০ বছর বয়সের ২০ রোগী মারা যান। এদের অধিকাংশই বিষাক্ত ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা গিয়েছেন বলে বিবিসি ও রয়টার্স জানিয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এটি ছিল বয়স্কদের হাসপাতাল। তাই আগুন লাগার পর তাদের পক্ষে ছুটোছুটি করে বেরিয়ে আসা সম্ভব হয়নি। অধিকাংশই নিজেদের শয্যায় শায়িত অবস্থাতেই মারা যান। দক্ষিণ কোরিয়ায় গত মাসে ফেরি দুর্ঘটনায় ৩শ জন প্রাণ হারানোর মাত্র কয়েকদিন পর এ দুর্ঘটনা ঘটলো।