কাবাঘরে জুতো পায়ে পুলিশ!
আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ সম্প্রতি পবিত্র কাবা শরীফের প্রাচীরের গায়ে জুতোসহ পা উঠিয়ে বিশ্রাম নিচ্ছিল এক সৌদি পুলিশ। সোস্যাল মিডিয়ার কল্যাণে এ ছবি ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়ে মুসলিম বিশ্ব। এ ঘটনায় দায়ী পুলিশের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থাগ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন মক্কার গভর্ণর। স্থানীয় পত্রিকার বরাত দিয়ে গালফ নিউজ এ খবর জানিয়েছে। মঙ্গলবার গভর্নর প্রিন্স মিশাল বিন আবদুল্লাহ বিন আবদুল আজিজ এক বিবৃতিতে বলেন, এ ধরণের আচরণ কোনোমতেই সহ্য করা হবে না। এ ঘটনার যথাযথ তদন্ত করে দায়ি পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও প্রতিশ্রুতি দেন তিনি। কাবা প্রাচীরে জুতোসহ পা রেখে অলস ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা পুলিশের ছবি সোসাল নেটওয়ার্কে প্রকাশিত হওয়ার পর গোটা মুসলিম বিশ্বে নিন্দা ও সমালোচনার ঝড় বয়ে যায়। এরই প্রেক্ষিতে প্রিন্স মিশাল মক্কার পুলিশ প্রধানকে কাবা মসজিদের দায়িত্বে থাকা নিরাপত্তা প্রহরী এবং বেসামরিক কর্মচারীদের জন্য আচরণাদি সংক্রান্ত বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন। তবে এ ঘটনা ছড়িয়ে পড়ার পর প্রথমদিকে সৌদি কর্মকর্তারা বলেছিলেন, ওই পুলিশের পায়ে জুতা নয়, রাবারের তৈরি বিশেষ ধরণের মোজা ছিল। কাবার মসজিদের কর্মচারীরা নিয়মিত এ মোজা ব্যবহার করে থাকে। পরে অবশ্য তারা এ দাবি থেকে সরে আসেন।