পুলিশের ব্যর্থতায় আসেন না সাক্ষীরা

Jubaer Ahmedসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়ের হত্যা মামলায় পুলিশের ব্যর্থতার কারণে আদালতে সাক্ষীরা সাক্ষ্য দিতে আসেন না বলে দাবি করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এস এম রফিকুল ইসলাম। তিনি বলেন, পুলিশ সাক্ষীদের ঠিকভাবে সমন দেন না। আমরা আদালত থেকে সাক্ষীদের সমন পাঠাই কিন্তু পুলিশ আমাদের সমনের কোনো প্রতি উত্তর পাঠায় না। তিনি বলেন, পুলিশ যদি সাক্ষীদের ঠিকভাবে সমন দিতো ও সাক্ষীদের সাক্ষ্য দিতে আসতে বলত, তাহলে সাক্ষীরা আদালতে এসে সাক্ষ্য দিতেন। বুধবার দ্রুতবিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক এ বি এম নিজামুল হকের আদালতে এ মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। তবে সাক্ষী না আসায় রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ২ জুন পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করে ট্রাইব্যুনাল। অন্যদিকে সাক্ষীদের মারধর করার অভিযোগে জামিন বাতিলের খবর শুনে ২৩ ফেব্রুয়ারি ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক এ বি এম নিজামুল হকের আদালতের কাঠগড়া থেকে পালিয়ে যান এ মামলার চার আসামি। সেদিনই পালিয়ে যাওয়া চার আসামিসহ ছয়জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। কিন্তু এখনও তাদের গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই ছয় আসামি হলেন- জাবির প্রাণিবিদ্যা বিভাগের ছাত্র খন্দকার আশিকুর ইসলাম, খান মোহাম্মদ রইস, রাশেদুল ইসলাম রাজু, ইসতিয়াক মেহবুব অরূপ সরকার ও রাজনীতি বিভাগের মাহবুব আকরাম ও জাহিদ হাসান। মামলার অন্য আসামিরা হলেন- দর্শন বিভাগের মো. নাজমুল হুসেইন প্লাবন, শফিউল আলম সেতু, অভিনন্দন কুণ্ডু অভি, মো. মাহমুদুল হাসান মাসুদ, নাজমুস সাকিব তপু, মাজহারুল ইসলাম ও কামরুজ্জামান সোহাগ। প্রসঙ্গত, ২০১২ সালের ৮ জানুয়ারি বিকেলে জুবায়ের আহমেদকে প্রতিপক্ষ ছাত্রলীগের নেতাকর্মীরা কুপিয়ে জখম করে। পরদিন ভোরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ