সঞ্চয়পত্রের দিকে ঝুঁকছেন বিনিয়োগকারীরা
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ পুঁজিবাজারের প্রতি আস্থাহীনতা তৈরি হওয়ায় এখন সঞ্চয়পত্রের দিকে ঝুঁকছেন বিনিয়োগকারীরা। এক মাসের ব্যবধানে এপ্রিলে এ খাতে নিট বিনিয়োগ বেড়েছে ৫৮ কোটি ১৭ লাখ টাকা বা ৪ দশমিক ৭৯ শতাংশ। জাতীয় সঞ্চয় পরিদফতরের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন অনুযায়ি, চলতি বছরের এপ্রিলে সঞ্চয়পত্রে নিট বিনিয়োগ হয়েছে ১ হাজার ২৭৩ কোটি ৫৩ লাখ টাকা। তার আগের মাস মার্চে সঞ্চয়পত্রে নিট বিনিয়োগ হয়েছিল ১ হাজার ২১৫ কোটি ৩৬ লাখ টাকা। সে হিসেবে এক মাসের ব্যবধানে এপ্রিলে নিট বিনিয়োগ বেড়েছে ৫৮ কোটি ১৭ লাখ টাকা বা ৪ দশমিক ৭৯ শতাংশ। সঞ্চয়পত্র বিক্রি বাড়ার কারণ হিসেবে বিশ্লেষকরা বলছেন, পুঁজিবাজারে অস্থিরতা ও ব্যাংকে নানা জটিলতার কারণে সঞ্চয়পত্র কেনায় ঝুঁকছেন বিনিয়োগকারীরা। এছাড়া দেশের বেসরকারি খাতে বিনিয়োগ পরিস্থিতিতে রয়েছে মন্দা ভাব। অন্যদিকে ব্যাংকগুলোতে মেয়াদি আমানতের সুদের হার কমতে থাকায় বিনিয়োগকারীরা বেশি লাভের আশায় নিরাপদ বিনিয়োগ হিসেবে সঞ্চয়পত্রে বিনিয়োগ করছেন। পরিসংখ্যানে দেখা যায়, চলতি অর্থবছরের মার্চের তুলনায় এপ্রিলে সঞ্চয়পত্রে নিট বিনিয়োগের পাশাপাশি সঞ্চয়পত্র বিক্রির পরিমাণও বেড়েছে। মার্চে মোট সঞ্চয়পত্র বিক্রি হয়েছে ২ হাজার ১৯৪ কোটি ৭২ লাখ টাকা। আর এপ্রিলে বিক্রি হয়েছে ২ হাজার ৩১৫ কোটি ১৮ লাখ টাকার। অর্থাৎ বিক্রি বেড়েছে ১২০ কোটি ৪৬ লাখ টাকার। শতকরা হিসাবে যার পরিমাণ ৫ দশমিক ৪৯ শতাংশ। সঞ্চয় পরিদফতরের তথ্যমতে, চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই ’১৩-এপ্রিল ’১৪) সঞ্চয়পত্রের বিক্রি কমলেও বেড়েছে নিট বিনিয়োগ। ২০১৩-১৪ অর্থবছরের প্রথম ১০ মাসে ১৯ হাজার ৪৬৫ কোটি ২৪ লাখ টাকার বিভিন্ন ধরনের সঞ্চয়পত্র বিক্রি হয়েছে। আর গত ২০১২-১৩ অর্থবছরের একই সময়ে সঞ্চয়পত্র বিক্রি হয়েছিল ১৯ হাজার ৫৮১ কোটি ৩ লাখ টাকা। এ হিসেবে চলতি অর্থবছরে গত অর্থবছরের একই সময়ের তুলনায় মোট সঞ্চয়পত্র বিক্রি কমেছে ১১৫ কোটি ৭৯ লাখ টাকা। আলোচ্য সময়ে সঞ্চয়পত্র ভাঙানোর পরিমাণ অনেক কমে যাওয়ায় নিট বিনিয়োগ বেড়েছে। চলতি অর্থবছরের এপ্রিল মাস পর্যন্ত সময়ে সঞ্চয়পত্রের বিনিয়োগকারীরা ১০ হাজার ৭৩০ কোটি ৭৪ লাখ টাকার বিনিয়োগ প্রত্যাহার করে নিয়েছেন। আগের বছর একই সময়ে সঞ্চয়পত্র ভাঙিয়ে ফেরত নেওয়া হয়েছিল ১৮ হাজার ৯০২ কোটি টাকার বিনিয়োগ। তথ্য মতে, চলতি বছরের এপ্রিল মাসে ব্যাংকের মাধ্যমে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে ৮১৫ কোটি ৪২ লাখ টাকা। এর মধ্যে মূল পরিশোধ করা হয়েছে ৩৫৭ কোটি ৯২ লাখ টাকা আর সুদ পরিশোধ করা হয়েছে ৩২৮ কোটি ৯৬ লাখ টাকা। এ মাসে ব্যাংকের মাধ্যমে এ খাতে নিট বিনিয়োগ হয়েছে ৪৫৭ কোটি ৫০ লাখ টাকা। আলোচ্য সময়ে সঞ্চয় ব্যুরোর মাধ্যমে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে ৩৬০ কোটি ৮৩ লাখ টাকা। এর মধ্যে মূল পরিশোধ করা হয়েছে ১৪২ কোটি ৫৮ লাখ টাকার। সঞ্চয়পত্র পরিদফতর সূত্রে জানা গছে, ২০১২-১৩ অর্থবছরে সঞ্চয়পত্রের বিক্রির পরিমাণ ছিল ৭৭২ কোটি ৮৪ লাখ টাকা। এর আগের অর্থবছরে (২০১১-১২) সঞ্চয়পত্র বিক্রি হয়েছিল ৪৭৯ কোটি টাকা।