আইসিটির মাধ্যমে দুর্নীতি কমানো সম্ভব : অর্থমন্ত্রী

abul mal abdul muhit আবুল মাল আব্দুল মুহিতসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন,তথ্য প্রযুক্তি খাতের (আইসিটি) উন্নয়নের মাধ্যমে দেশ থেকে দুর্নীতি কমিয়ে আনা সম্ভব হবে।
বুধবার দুপুরে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৪ এর প্রস্তুতিমূলক বৈঠকে তিনি একথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, আইসিটি লাইফ স্টাইল বদলে দিয়েছে। এখন আইসিটি সকলের প্রিয় খাত। গত নির্বাচনী ইশতেহারে আইসিটিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছির। যেভাবে দেশের আইসিটি খাতের উন্নয়ন হয়েছে তার জন্য আমরা গর্ববোধ করি।
আইসিটি খাতে ভ্যাট কমানো প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, সব ধরনের ভ্যালু অ্যাডেড সিস্টেমে ১৫ শতাংশ ভ্যাট রয়েছে। এটি আপাতত কমানো সম্ভব নয়। ভিশন ২০২১ বাস্তবায়নে আইসিটিকে বিশেষ গুরুত্ব দেওয়ায় ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডাক টেলিযোগাযোগ, তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান, তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী প্রমুখ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ