দাড়িতে গিনেজ বুকে নাম লেখাতে চান কুদ্দুস মাস্টার

Kuddus Master কুদ্দুস মাষ্টাররিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ তিন ফুট লম্বা দাড়ি নিয়ে নিজ এলাকায় আলোচিত নাম কুদ্দুস মাস্টার। এলাকার দরিদ্র শিক্ষার্থীদের প্রায় বিনা পয়সায় প্রাইভেট পড়ান তিনি। পড়িয়েই চলে তার সংসার। বাড়ি শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নাচনমোহরী গ্রামে। দুই ছেলেমেয়ে আর বয়সের ভারে ন্যুজ স্ত্রী আমেলা খাতুনকে নিয়ে তার সংসার। শেরপুরের শিক্ষক আমির উদ্দিন ওরফে কুদ্দুস মাস্টার লম্বা দাড়ির রেকর্ড গড়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখাতে চান। কুদ্দুস মাস্টারের বয়স ৭০ পার হয়েছে। তবে বয়স হলেও চলাফেরা ও আচার-আচরণে তিনি চিরতরুণ। ১৮ বছর বয়স থেকেই দাড়ি রাখছেন। এখন দাড়ি প্রায় তিন ফুট লম্বা। প্রায় সময় বেনী করে রাখেন। জীবনের শেষ প্রান্ত পর্যন্ত দাড়ি রেখে যেতে চান তিনি। আশা গিনেজ বুকে নাম ওঠানো। কুদ্দুস মাস্টার বলেন, পৃথিবীতে যেন আমার দাড়ি সবার চেয়ে বড় হয়। আমি যেন দাড়ি লম্বা করে গিনেস বুকে নাম লেখাতে পারি। হয়তো বা কারো নজরে পড়বে তার অস্বাভাবিক লম্বা এ দাড়ি। সেদিন হয়তো বা তার প্রত্যাশা পূরণ হবে। তিনি বলেন, তার বাবা ছিলেন কৃষক। অনেক কষ্ট করে ৬৯ সালে তিনি ম্যাট্রিক পাস করেন। ছাত্রজীবন থেকেই তিনি দরিদ্র শিক্ষার্থীদের প্রাইভেট পড়িয়ে আসছেন।’ তার প্রতিবেশীরা বলেন, কুদ্দুস মাস্টার দাড়ির খুব যত্ন করেন। তাই তার দাড়ি এত বড় হয়েছে। অনেকে তার এ লম্বা দাড়ি দেখতে আসেন। তার সঙ্গে কথা বলেন। তাতে কুদ্দুস মাস্টার বেশ খুশিই হন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ