লোডশেডিং নেই বিদ্যুৎ বিভ্রাট আছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিদ্যুৎ,জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ দাবি করেছেন, বর্তমানে লোডশেডিং নেই। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের কারণে পিক এবং অফ পিক আওয়ারে একই পরিমাণ বিদ্যুতের চাহিদা বেড়ে গেছে।
বুধবার দুপুরে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৪ এর প্রস্তুতিমূলক বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন।
বিদ্যুৎ সম্পদ প্রতিমন্ত্রী বলেন, নিয়মিত আপগ্রেডশনের কাজ না হওয়ায় কিছু জায়গায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিচ্ছে। আগামী ৩ বছরের মধ্যে মধ্যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে।
প্রতিমন্ত্রী বলেন, আসন্ন বিশ্বকাপ ফুটবল এবং রমজান উপলক্ষে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে
নসরুল হামিদ আরো বলেন, ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা সামনে জাপানের একটি কোম্পানীকে সঙ্গে নিয়ে কক্সবাজারের মহেশখালিতে এবং বরিশালের পায়রা বন্দরে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে। বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে জাইকা দুই বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। আগামী মাসে এ বিষয়ে চুক্তি হবে বলে প্রতিমন্ত্রী জানান।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, মহেশখালীর বিদ্যু কেন্দ্র নির্মাণে ইতিমধ্যে দরপত্র আহবান করা হয়েছে। এই কেন্দ্রে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এজন্য জমি অধিগ্রহণের কার্যক্রম শুরু কা হয়েছে।