এই সরকার ও সংসদ অবৈধ : খালেদা জিয়া
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, মুন্সীগঞ্জঃ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, ৫ জানুয়ারি কোনো নির্বাচন হয়নি। কেউ ভোট দিতে যায়নি। তাই এই সরকার অবৈধ, এই সংসদ অবৈধ। বুধবার মুন্সীগঞ্জ লঞ্চঘাটে এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। খালেদা জিয়া বলেন, মুন্সীগঞ্জ বিএনপির ঘাটি। এখানের জনগণ চেনে ধানের শীষ। সেজন্য এখানে চারটা সিট ছিল একটা কেটে দিয়েছে। ২০০৮ সালের নির্বাচনেও কারচুপি হয়েছে। না হলে আবদুল হাইসহ কেউ এখান থেকে ফেল করেনি। কিন্তু আওয়ামী লীগের গতবারের কারচুপিতে সবাই ফেল। এবারের নির্বাচনে তারা আমাদের কিছু ভাগ দিতে চেয়েছিল। কিন্তু আমরা বলেছি, আমরা ভাগ বাটোয়ারায় বিশ্বাসী নই। তিনি বলেন, অনেকে প্রশ্ন করেন ৫ জানুয়ারির নির্বাচনে বিএনপি কেন গেলো না। কিন্তু ৫ জানুয়ারি কোনো নির্বাচন হয়নি। কোনো দল নির্বাচনে অংশ নেয়নি। ভোটকেন্দ্রে কুকুর ছিল। ১৫৪টা সিটে কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। কাজেই তারা নির্বাচিত নয়। তারা কোনো ভোট পায়নি। তাই এই সরকার অবৈধ। এই সংসদ অবৈধ। খালেদা জিয়া বলেন, বাংলাদেশে আজকে শুধু চলছে সন্ত্রাস আর টেন্ডারবাজি। ছাত্রলীগ, যুবলীগ টেন্ডারবাজি, জমি দখল, বাড়ি দখল করছে। মুন্সীগঞ্জ জেলা বিএনপির সভাপতি আবদুল হাইয়ের সভাপতিত্বে জনসভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা শামছুজ্জামান দুদু, ড. এ জেড এম জাহিদ হোসেন, আব্দুল মান্নান, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বরকতউল্লাহ বুলু, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, ড. আসাদুজ্জামান রিপন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, যুব বিষয়ক সম্পাদক মোয়াজ্জেম হোসেন আলাল, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ছাত্র দলের সভাপতি আব্দুল কাদের ভূইয়া জুয়েল, সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব প্রমুখ বক্তব্য রাখেন।