আইপিএলের ফাইনালে সাকিবরা

IPL আইপিএলরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ কলকাতা নাইট রাইডার্স ফাইনাল কখনো হারে না।তবে কি আবারও চ্যাম্পিয়ন হতে যাচ্ছে সাকিব আল হাসানের দল?সেই উত্তর জানা যাবে ১ জুন।তবে আপাতত দুর্দান্ত গতিতে ছুটতে থাকা কলকাতা এবারের আইপিএলে টানা অষ্টম জয় তুলে নিয়ে চলে গেল ফাইনালে।

কলকাতা ফাইনালে হারে না, কথাটার মধ্যে একটা ফাঁক আছে।এর আগে একবারই ফাইনালে উঠেছিল কলকাতা।২০১২ সালের ওই আসরে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল গৌতম গম্ভীরের দল।এবারের আরব আমিরাত অংশে খোঁড়াতে খোঁড়াতে শুরু করা কলকাতা ভারতে এসেই দুর্দান্ত খেলতে শুরু করে।অবিশ্বাস্য সমীকরণ মিলিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় দল হয়ে উঠে আসে প্লে অফে।আজ ইডেন গার্ডেনে সেই প্লে অফে কলকাতা ২৮ রানে হারাল পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করা কিংস ইলেভেন পাঞ্জাবকে।

পাঞ্জাবের ফাইনালে যাওয়ার সুযোগ অবশ্য এখনো থাকছে।আজ দ্বিতীয় প্লে অফে মুখোমুখি চেন্নাই-মুম্বাই ম্যাচের বিজয়ী দলের সঙ্গে খেলবে পাঞ্জাব।সেই ম্যাচেই নির্ধারিত হবে ফাইনালে কলকাতার প্রতিপক্ষ হচ্ছে কোন দল।

ব্যাটে-বলে সাকিবের দিনটা খুব একটা সুখকর ছিল না।১৬ বলে ২ চারে ১৮ করেছেন।কিন্তু চার ওভারে ৪৩ রানে এক উইকেট।এর মধ্যে ইনিংসের ১৮তম ওভারেই দিয়েছেন ২১।

কলকাতার জয়ের অবশ্য একক কোনো নায়ক নেই।রবিন উথাপ্পার ব্যাট আজও হেসেছে।৩০ বলে ৪টি চার ও ২ ছক্কায় করেছেন ৪২।এ ছাড়া মনীশ পাণ্ডে (২১), ইউসুফ পাঠান (২০), সূর্যকুমার যাদবের (২০) ইনিংসগুলোর সৌজন্যে ৮ উইকেটে ১৬৩ রান তোলে কলকাতা।কিন্তু ৮ উইকেটে ১৩৫ রানেই ফুরিয়ে যায় পাঞ্জাবের ২০ ওভার।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ