গুলিস্থানে কুপিয়ে সাড়ে তিন লাখ টাকা ছিনতাই
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ রাজধানীর গুলিস্থানে দোকান কর্মচারী শফিকুল ইসলাম সেন্টু (৩৩) কুপিয়ে সাড়ে তিন লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার রাত নয়টার দিকে গোলাপ শাহ মাজার সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে। পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। মধ্যরাতে চিকিৎসা শেষে তিনি শাহবাগ থানায় মামলা করতে যান। হাসপাতালে আহত শফিকুল ইসলাম সেন্টু জানান, দোকানের সাড়ে তিন লাখ টাকা নিয়ে মাল কেনার জন্য উত্তরায় যাওয়া পথে গোলাপ শাহ মাজারের সামনে কয়েকজন দুর্বৃত্ত কুপিয়ে সাথে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম এবিসি নিউজ বিডিকে জানান, তদন্ত করে দেখা হচ্ছে। সেন্টু নয়াবাজার জিন্দাবাহর এলাকায় থাকে। ওই এলাকার জায়গার ‘মায়ের দোয়া পেপার হাউস’ নামে একটি দোকানের কর্মচারী।