স্নোডেন কাপুরুষ ও দেশদ্রোহী : জন কেরি

jon keri জন কেরিআন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এডওয়ার্ড স্নোডেনকে কাপুরুষ ও দেশদ্রোহী বলেছেন। মার্কিন টেলিভিশন চ্যানেল এনবিসি’কে সম্প্রতি স্নোডেনের দেয়া এক সাক্ষাৎকারে ক্ষুব্ধ হয়ে কেরি এ মন্তব্য করেন।খবর-এএফপি। সাক্ষাতকারে স্নোডেন বলেছেন ওয়াশিংটন তার পাসপোর্ট প্রত্যাহার করে রাশিয়াতে নির্বাসনে পাঠিয়েছে। তার প্রাথমিক পরিকল্পনা ছিল দক্ষিণ আমেরিকার কোন এক স্থানে যাওয়া। মস্কো এয়ারপোর্টে যুক্তরাষ্ট্র তাকে একটা ফাঁদে ফেলার ষড়যন্ত্র করছিল বলে সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন। এক বছর আগে মার্কিন নজরদারির গোপন নথি ফাঁস করার পর এই প্রথম বারের মতো কোন মার্কিন টেলিভিশন চ্যানেলকে স্নোডেন সাক্ষাৎকার দিলেন। আর স্নোডেনের এই বক্তব্যেই ক্ষুব্ধ হয়ে জন কেরি বলেন, স্নোডেন একজন দেশদ্রোহী। তিনি মার্কিন বিচার ব্যবস্থার মুখোমুখি না হয়ে কাপুরুষের পরিচয় দিয়েছেন। উল্লেখ্য, স্নোডেন একবছর আগে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির গোপন তথ্য ওয়াশিংটন পোষ্ট ও গার্ডিয়ানসহ কয়েকটি দৈনিক পত্রিকায় ফাঁস করে দেওয়ার পর তা নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ