র্যাব বিলুপ্তিতে লন্ডনে স্বাক্ষর সংগ্রহ করছেন তারেক
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ র্যাব বিলুপ্তির পক্ষে স্বাক্ষর সংগ্রহ শুরু করেছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় লন্ডনে নিজে আনুষ্ঠানিক ভাবে স্বাক্ষর দিয়ে দলের পক্ষ থেকে নেয়া স্বাক্ষর সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন র্যাব-এর প্রতিষ্ঠাতা রাজনৈতিক দল বিএনপির এই নেতা।
এসময় দেওয়া বক্তৃতায়, বিএনপির আমলে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল দাবি করে তারেক বলেন, ‘এখন আইন শৃংঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক তো দুরের কথা আইন প্রয়োগকারী বাহিনীই আজ আইনের শাসন ধ্বংসে মেতে উঠেছে।
অবিলম্বে র্যাব বিলুপ্তির আহবান জানান তিনি। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিযুক্ত করে তারেক বলেন, “নারায়ণগঞ্জের সেভেন মার্ডারের সাথে শুধু র্যাব সদস্যরাই নয়, শেখ হাসিনাও জড়িত।”
তিনি বলেন, ‘ঘটনা ঘটার সাথে সাথেই শামীম ওসমান যখন শেখ হাসিনার সাথে কথা বলে, তখনই বুঝতে হবে এর মধ্যে রহস্য আছে।
র্যাব বিলুপ্তি এখন সময়ের দাবি মন্তব্য করে তারেক বলেন, ‘জনস্বার্থ বিরোধী এই বাহিনী বিলুপ্তির দাবিতে সারা জাতি আজ ঐক্যবদ্ধ। এই আন্দোলনে সবাইকে শরিক হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, ‘যারা আওয়ামী ক্যাডারদের ভয়ে এই আন্দোলনে শরিক না হয়ে ঘরে বসে থাকবেন, তারা চরম ভুল করবেন।’
গ্রেটার লন্ডনের ইলফোর্ডস্থ একটি ব্যাঙ্কুটিং হলে যুক্তরাজ্য বিএনপি আয়োজনে দলের প্রতিষ্ঠাতা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৩তম মৃত্যুবার্ষিকীর আলোচনায় প্রধান অতিথিরও বক্তব্য রাখছিলেন তারেক জিয়া।
বক্তৃতায় তিনি বলেন, ‘গণতন্ত্র হত্যা এবং দেশ পরিচালনায় শেখ মুজিবের চরম ব্যর্থতাই জিয়াউর রহমানকে রাজনীতিতে এনেছে। মুজিব নিজের দল আওয়ামী লীগকেই গলা টিপে হত্যা করেছিলেন।’
তারেক বলেন, ‘লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের অস্তিত্ব রক্ষায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতিতে আসার কোন বিকল্প ছিলনা।