একরাম হত্যায় তার সহকারী গ্রেপ্তার

Belal Patoyari বেলালরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ফেনীঃ ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে স্থানীয় আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি নিহতের ঘনিষ্ঠ সহচর ছিলেন বলে তার স্বজনরা জানিয়েছেন।

উপজেলার আনন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেন পাটোয়ারিকে (৪৮) বুধবার গভীর রাতে খাগড়াছড়ির মাটিরাঙ্গা থানা থেকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়।

বেলাল নিহত একরামের ঘনিষ্ঠজন ছিলেন এবং তার সহকারী হিসেবে কাজ করতেন বলেন এলাকাবাসী জানিয়েছে।

মাটিরাঙ্গা থানার ওসি মাঈনউদ্দিন খান বলেন, রাত আড়াইটার দিকে বর্ণাল ইউনিয়নের আলাউদ্দিন মেম্বার পাড়ার আবুল বশরের বাড়ি থেকে বেলালকে গ্রেপ্তার করা হয়।

আনন্দপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য বেলাল উপজেলা চেয়ারম্যান একরাম হত্যার অন্যতম পরিকল্পনাকারী বলে ফেনী মডেল থানার ওসি মাহবুব মোরশেদ তাকে বলেছেন বলে জানান মাটিরাঙ্গার ওসি।

গত ২০ মে ফেনী শহরে প্রকাশ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামকে গুলি করার পর গাড়িসহ পুড়িয়ে হত্যা করা হয়। এ হত্যা পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত সোমবার ফুলগাজীর আনন্দপুরে বেলালের বাড়িতে আগুন দেয় নিহতের সমর্থকরা।

একরাম হত্যায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত মোট ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে জেলা তাঁতী দলের আহ্বায়ক মাহতাবউদ্দিন আহমেদ চৌধুরী মিনার এবং স্থানীয় আওয়ামী লীগের কয়েক নেতাকর্মী রয়েছেন।

গ্রেপ্তার ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক জিহাদ চৌধুরীর ‘পরিকল্পনায়’ একরামকে হত্যা করা হয় বলে একজন আদালতে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছেন।

জিহাদসহ বেশ কয়েকজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

নিহত একরামের স্বজনরা জানান, উপজেলা চেয়ারম্যানের অত্যন্ত কাছের মানুষ ছিলেন বেলাল। তিনি সব সময় একরামের সঙ্গেই থাকতেন। ঘটনার দিনও একরামের গাড়ির পিছনে চেয়ারম্যানের সরকারি গাড়িতে ছিলেন তিনি। কিন্তু ব্যক্তিগত কাজের কথা বলে ঘটনাস্থলের কিছু দূরে গাড়ি থেকে নেমে যান বেলাল।

হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠায় গত ২৬ মে বেলালকে দল থেকে বহিষ্কার করা হয় বলে ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম জানান।

পুলিশ কর্মকর্তা মাঈনউদ্দিন বলেন, বেলালকে হস্তান্তরের জন্য ফেনী মডেল থানার সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

ফেনী মডেল থানার পরিদর্শক(তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, বেলালকে গ্রেপ্তারের বিষয়টি খাগড়াছড়ি পুলিশ তাদের জানিয়েছে। তাকে ফেনীতে আনার প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ