ময়মনসিংহ ছাত্রলীগ সভাপতি রানা নিখোঁজ
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ময়মনসিংহঃ পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি তাজউদ্দিন আহমেদ রানা। এ ঘটনায় পরিবারের পক্ষে রানার মামা রমজান আলী ২৬ মে কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। কিন্তু পুলিশ ৪দিনেও এ নিখোঁজ রহস্যের কোন ক্লু বের করতে পারছে না। এদিকে ৩১ মে সকালে শহরের রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। কিন্তু সংগঠনের জেলা শাখার সভাপতির নিখোঁজ রহস্য নিয়ে দলের নেতাকর্মীদের কোনো মাথা ব্যথা নেই। রানা নিখোঁজেও থেমে নেই সম্মেলনের প্রস্তুতি। দলীয় সূত্র জানায়, নির্ধারিত সময়েই সম্মেলন করতে জেলা ছাত্রলীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি সাব্বির ইউনুস বাবুকে কেন্দ্র থেকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। পুলিশ ও পরিবার সূত্র জানায়, গত ২৪ মে রাতে মার্কেটে যাওয়ার কথা বলে শহরের ৪২/এ নাটকঘর বাইলেন রোডের বাসা থেকে বের হন রানা। বের হওয়ার আগে ব্যবহৃত মোবাইল ফোন চার্জে দিয়ে যান। এরপর তিনি আর বাসায় ফেরেননি। গত কয়েক দিনে রানার বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনদের বাসায় খোঁজ করা হয়েছে। কিন্তু তার কোনো সন্ধান পাওয়া যায়নি। রানার স্ত্রী নাদিয়া পারভীন নিপা বলেন, ‘বাইরে যাচ্ছি, ফিরে এসে ঢাকা যাব’ এ কথা বলে রানা বাসা থেকে বেরিয়ে যান। এরপর তিনি আর বাসায় ফেরেননি। কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও আমরা এখনো তার কোনো সন্ধান পাইনি। আমার স্বামী কোথায় আছে, কেমন আছে তা আমরা জানি না। তবে আমি আমার স্বামীকে ফিরে পেতে চাই। রানা অপহৃত না গুম হয়েছেন এ নিয়ে অনিদ্রা আর অস্থিরতায় সময় কাটছে তার পরিবারের সদস্যদের। রানার মা সুফিয়া খাতুন (৬০) কান্না মিশ্রিত কণ্ঠে বলেন, আত্মীয় স্বজনের বাসা-বাড়িতে এমনকি হাসপাতালেও খোঁজ নিয়েছি। কোথাও আমার ছেলেকে পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম বলেন, আমরা জেলা ছাত্রলীগ সভাপতির সন্ধান জানতে কাজ করে যাচ্ছি।