আরামবাগে দুর্বৃত্তের গুলিতে ঠিকাদার নিহত
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ রাজধানীর মতিঝিল আরামবাগ এলাকায় দুর্বৃত্তদের গুলিতে সুলতান আহম্মদ (৪০) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন। সুলতান পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদার ছিলেন।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে এবং দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতাল সূত্র জানায়, আশঙ্কাজনক অবস্থায় সুলতান আহম্মদকে হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক দুপুর পৌনে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের গাড়ি চালক আমির হোসেন সাংবাদিকদের জানান, আরামবাগ কালভার্ট রোডের মকবুল কমিশনারের বাড়ির দ্বিতীয় তলায় সুলতানের অফিস। সকালে তাকে অফিসে নামিয়ে দিয়ে গাড়ি পার্ক করার সময় একটি গুলির শব্দ শুনতে পান আমির। পরে তিনি দেখতে পান সুলতান মাটিতে পড়ে আছেন।
মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম এবিসি নিউজ বিডিকে জানান, তদন্ত করে দেখা হচ্ছে কি কারণে এই হত্যাকান্ড।
নিহত সুলতান বাসাবোর সবুজবাগ কদমতলা এলাকায় বসবাস করতেন।