কল্যানপুরে মিজান টাওয়ারের বাইরে ভাড়াটিয়াদের বিক্ষোভ

Kollanpur কল্যাণপুরসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ রাজধানীর কল্যাণপুরে হেলে পরা মিজান টাওয়ারের বাইরে ভাড়াটিয়ারা বিক্ষোভ প্রদর্শন করেছে। বাস ষ্ট্যাান্ড সংলগ্ন এই টাওয়ারের ভাড়াটিয়াররা তাদের মূল্যবান আসবাব পত্র, টাকা-পয়সা, আনুসাঙ্গিক জিনিসপত্র ও পরিধানের ককাপড়-চোপর বের করে দেওয়ার দাবি জানায়। একই সঙ্গে টাওয়ারের চার তলা পর্যন্ত থাকা বানিনজ্যিক ব্যবসা প্রতিষ্ঠানের মালিকরা তাদের কোটি কোটি টাকা মূল্যের খাদ্য দ্রব্য, প্রসাধনী, মোবইল ফোন, মোবাইলের যন্ত্রাংশ, কম্পিউটার, কম্পিউটারের যন্ত্রংশ বের করে দেওয়ার দাবি জানান।
গতকাল সন্ধ্যায় পরে কল্যানপুরে মিজান টাওয়ারের নিচে থাকা সেফটি ট্যাংকি বিকট শব্দে বিষ্ফোরিত হওয়ার পর ১৪ তলা ভবনের নিচের পুরো ফ্লোর ভেঙ্গে এর বড় বড় অংশ ভবনের বাইরে এসে পরে। এ সময় ভবনটি পশ্চিম দিকে সামান্য একটু হেলে যায়। ফায়ার ব্রিগেডের উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসে ভবনে বসবাসকারীদের নামিয়ে আনে। এরর পর থেকে এই ভবনে বসবাসকারী প্রায় দু’হাজার মানুষ সারা রাত ভবনের বাইরে রাত্রি যাপন করেণ।
বৃহস্পতিবার দুপুরে বুয়েটের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন শেষে এ বিষয়ে পূর্ত মন্ত্রনালয় ও রাজউকে তাদের রিপোর্ট জমা দিয়েছে।
অভিযোগ রয়েছে, কল্যানপুরের এই মিজান টাওয়ারটি অবৈধভাবে নির্মিত হয়েছে। এ নিয়ে ব্যাপক লেখালেখি হলেও টনক নড়েনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। ভবনটিতে একটি আবাসিক হোটেলসহ প্রায় দুই শতাধিক দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান ছাড়াও রয়েছে দেড়-শতাধিক ফ্ল্যাট। যেখানে দু’হাজারেরও বেশি মানুষ বসবাস করতেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ