দুই এমপিকে জিজ্ঞাসাবাদের অনুমতি মিলছে না পুলিশের
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ নারায়নগঞ্জ ও ফেনীর চাঞ্চল্যকর হত্যাকান্ডের ঘটনায় সরকার দলীয় সাংসদ শামীম ওসসমান ও নিজাম হাজারীকে জিজ্ঞাসাবাদের অনুমতি পায়নি পুলিশ। বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোন কর্মকর্তা মূখ না খুললেও দুই জেলার পুলিশের সূত্র এতথ্য নিশ্চিত করেছে। নারায়নগঞ্জের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ ৭ জনকে অপহরণের পর হত্যার ঘটনায় স্থানীয় সাংসদ শামীম ওসমানের সংশ্লিষ্টতার অভিযোগ উত্থাপিত হয়। একই অভিযোগ উত্থাপিত হয় ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হককে গুলি করে পুড়িয়ে হত্যার ঘটনায় সেখানকার সাংসদ নিজামের হাজারীর বিরুদ্ধে। মূলতঃ এর পরই নারায়নগঞ্জ ও ফেনী পুলিশের তদন্ত কর্মকর্তরা সরকারের উচ্চ পর্যায়ে এই দুই সংসদ সদস্যেকে জিজ্ঞাসাবাদের অনুমতি চাওয়া হয়।
নারায়নগঞ্জ ও ফেনী পুলিশের সূত্র জানায়, তদন্তের সার্থে শামীম ওসমান ও নিজাম হাজারীকে জিজ্ঞাসাবাদের জন্য জেলা পুলিশের পক্ষ থেকে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি চাওয়া হয়। পুলিশের সূত্র আরো জানায়, বৃহস্পতিবার এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি মিলে নাই নারায়নগঞ্জও ফেনী জেলা পুলিশের।
নারায়নগঞ্জের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ ৭ জনকে অপহরণের পর হত্যার ঘটনাটি হাইকোার্টের নির্দেশে জনপ্রশাসন মন্ত্রনালয়ের তদন্ত কমিশন ছাড়াও নারায়নগঞ্জ পুলিশের পক্ষ থেকে গঠিত তদন্ত কমিটি তদন্ত কার্যক্রম চালাচ্ছে। এছাড়া ফেনীর ঘটনায় পুলিশের পক্ষ থেকে গঠিত তদন্ত কমিটি তদন্ত করছে।
বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন উর্ধ্বতন কর্মকর্তা এবিসি নিউজ বিডিকে বলেন, একজন সংসদ সদস্যকে জিজ্ঞাসাবাদ বা গ্রেফতারের বিষয়ে সরকারের সর্বোচ্চ পর্যায়ের অনুমতির প্রয়োজন হয়। অনুমতি মিললেই এ বিষয়ে উদ্যোগ নেওয়া যেতে পারে। ‘জিজ্ঞাসাবাদের অনুমতি পাওয়া গেছে কিনা’ এমন প্রশ্নের জবাব তিনি এড়িয়ে যান।