ছাত্রলীগের হাতে ছাত্রলীগকর্মীর রগ কর্তন

Jogonnath University জগন্নাথ বিশ্ববিদ্যালয়রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ তুচ্ছ ঘটনার জেরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের স্বাধীন নামের এক কর্মীর পায়ের রগ কেটে দিয়েছে প্রতিপক্ষ গ্রুপের কর্মীরা। গুরুতর আহতাবস্থায় তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ব্যাগ ছোঁড়াছুঁড়ির ঘটনাকে কেন্দ্র করে মার্কেটিং বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী তারেকের সঙ্গে তার সহপাঠী অভির বাকবিতণ্ডা হয়। এই ঘটনায় অভি বাংলা বিভাগের ৯ম ব্যাচের ছাত্র তার বন্ধু লিখনকে ফোন করে এনে তারেককে মারধর করে। পরে একই বিভাগের ৭ম ব্যাচের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী শুভ ঘটনাস্থলে এসে লিখনকে থাপ্পর দিয়ে ঘটনাটি মীমাংসা করে দেয়। এই ঘটনার জেরে লিখন একই গ্রুপের কর্মী তরিকুল, আল-আমিন, নাবিদ, রুবেলসহ বেশ কয়েকজনকে নিয়ে শুভর আপন ছোট ভাই ও মার্কেটিং বিভাগের ছাত্র স্বাধীনের ওপর হামলা করে। এ সময় তারা চাপাতি দিয়ে কুপিয়ে স্বাধীনকে জখম করে। তাকে উদ্ধার করে প্রথমে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অশোক কুমার সাহা জানান, তিনি ঘটনাটি শুনেছেন। লিখিত অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ