ধসে পরতে পারে মিজান টাওয়ার !
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ যেকোনো মুহূর্তে ধসে পড়তে পারে কল্যাণপুরের মিজান টাওয়ার। এমনটি ঘোষণা দেওয়া হচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে। জানা গেছে, বৃহস্পতিবার দ্বিতীয়বার বিস্ফোরণের পরপরই ভবটি পুলিশ ঘেরাও করে রেখেছে। ভবনটিতে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। দুই দুই বার বিস্ফোরণের পরও ভবনের নিচে প্রচুর গ্যাস জমে থাকায় বনটি ধসে পড়তে পারে অথবা আবারও বিস্ফোরণ ঘটতে পারে বলে ডিএমপির পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। এ জন্য ভবনের আশপাশের সব ধরনের অবস্থান নিষিদ্ধ করা হয়েছে। ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সংস্থার সদস্যরা দুর্ঘটনার আশঙ্কায় সতর্ক অবস্থান নিয়েছেন। এদিকে, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় মিরপুর থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন সাংবাদিকদের জানান, গতকালের মতো আজকের বিস্ফোরণের পরপরই ফায়ার সার্ভিস, রাজউক, তিতাস গ্যাসসহ বিভিন্ন সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। আরও সুক্ষ্মভাবে তদন্ত করে ভবনের সার্বিক অবস্থা সর্ম্পকে বিস্তারিত বলা যাবে। তিনি জানান, এ ঘটনায় মালিক পক্ষের তিনজনকে আটক করা হয়েছে। তাদের মাধ্যমে মালিকের সঙ্গে যোগাযোগ করলে মালিক জানিয়েছেন, তিনি নিজ উদ্যোগে ফায়ার সার্ভিসের সহায়তায় ভবনের নিচের গ্যাস সরাবেন। তবে ঘটনাস্থল পরিদর্শন শেষে তিতাস গ্যাসের কর্মকর্তারা জানিয়েছেন, বহুতল ভবনটির নিচে সুয়ারেজ ট্যাংক অথবা আরও নিচে প্রচুর গ্যাস জমে আছে বলে ধারণা করছি। এখনই গ্যাস বের করার ব্যবস্থা না করলে যে কোনো মুহূর্তে ভবনটি ধসে পড়তে পারে। এ ঘটনায় বুধবার রাতেই রাজউকের পক্ষ থেকে মিরপুর থানায় একটি জিডি করা হয়েছে।