অপহৃত দুই কিশোরী রাজধানীতে উদ্ধার
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ জেলার বোয়ালমারী থেকে দুই কিশোরী অপহরণের ১৯দিন পর তাদের রাজধানীর মিরপুর এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় অপহরণকারী মুক্তার মুন্সিকে (২৮) গ্রেফতার করেছে বোয়ালমারী থানা পুলিশ। এ ব্যাপারে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, গত ১৩ মে বোয়ালমারী উপজেলার রাঙ্গামুলাকান্দি আব্দুল্লাহ একাডেমির ৬ষ্ঠ শ্রেণির দুই কিশোরীকে অপহরণ করা হয়। পরবর্তীতে এ ঘটনায় দুই কিশোরীর বাবা সায়েম শেখ ও বারেক মোল্লা থানায় অভিযোগ করেন। ওসি বলেন, পুলিশের অভিযানে অপহরণকারী মুক্তার মুন্সিকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যানুসারে কিশোরী দুজনের সন্ধান পাওয়া যায়। তিনি বলেন, শুক্রবার সন্ধ্যায় ঢাকার মিরপুর এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়েছে। বোয়ালমারীর দাদপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান শামিম মোল্লা জানান, অপহরণের পর আমরা সামাজিকভাবে চেষ্টা করেছিলাম উদ্ধারের, কিন্তু কোনো উপায়ন্ত না পেয়ে উপজেলা চেয়ারম্যানকে জানাই। পরে পুলিশ ও উপজেলা প্রশাসনের সহায়তায় দুই কিশোরীকে উদ্ধার করা হয়। অপহরণকারী মুক্তার মুন্সি (২৮) দাদপুর গ্রামের সালাম মুন্সির ছেলে। সে মোটরসাইকেলে ভাড়ায় যাত্রী পরিবহন করেন। এলাকায় বখাটে হিসেবে তার পরিচিতি রয়েছে বলে ইউপি চেয়ারম্যান জানান।