দ্রুত নির্বাচন দাবি করলেন ফখরুল
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ গণতন্ত্র প্রতিষ্ঠায় সরকারের প্রতি অতি দ্রুত নির্বাচন দিতে আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দুপুরে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচির দ্বিতীয় দিনে রাজধানীর কুড়িলে উপস্থিত সাংবাদিকদের তিনি একথা বলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ খাবার বিতরণ কর্মসূচি নিয়েছে বিএনপি। মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে যেকোনো মূল্যে জুলুমবাজ সরকারকে সরিয়ে খালেদা জিয়ার নেতৃত্বে জনগণের সরকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচন চাই। আর সব দলের অংশগ্রহণে এ নির্বাচন হতে হবে নির্দলীয় সরকারের অধীনে। এজন্য নির্দলীয় সরকারের কাছেও ক্ষমতা হস্তান্তরের আহবান জানান তিনি। সম্প্রতি নির্যাতন, হত্যা ও গুমের ঘটনায় আওয়ামী লীগকে ‘জালেম সরকার’ বলে আখ্যায়িত করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, এ সরকার গণতান্ত্রিক পরিবেশে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। কাজেই এ সরকারকে বিদায় জানাতে হবে। জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর বিএনপির আয়োজনে নগরীর বিভিন্ন জায়গায় খাদ্য বিতরণকালে বাধার সম্মুখীন হতে হয়েছে বলে অভিযোগ করেন ফখরুল। তিনি বলেন, সরকারের এ ধরনের অগণতান্ত্রিক আচরণ পরিহার করে গণতান্ত্রিক আচরণ করবে বলে আশা করে বিএনপি। এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর বিএনপি সদস্য সচিব আব্দুস সালাম, ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক এম এ কাইয়ুম, সাবেক ছাত্রনেতা আজিজুল বারি হেলাল, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শরীফ উদ্দিন জুয়েল প্রমুখ।