শিক্ষানুরাগী জাকারবার্গ দম্পতি
আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ও তার স্ত্রী প্রিসিলা চ্যান সম্প্রতি সান ফ্রান্সিসকোর বেশ কয়েকটি স্কুলে শিক্ষার জন্য ১২০ মিলিয়ন ডলার দান করেছেন। আগামী পাঁচ বছরের মধ্যে স্কুলগুলি যাতে তথ্য প্রযুক্তিতে ভালো করতে পারে সে জন্য তারা এ অর্থ দিয়েছেন। তারা চান এসব স্কুলের কোন শিশু শিক্ষার্থীই তথ্য প্রযুক্তি শিক্ষার বাইরে না থাকে। তবে মজার বিষয় হলো এ তথ্য জাকারবার্গ কোন গণমাধ্যমকে জানান নি। গণমাধ্যমকে জানাতে স্কুল কর্তৃপক্ষকে নিষেধও করেছেন তিনি। তবে তথ্যটি চেপে রাখতে পারলেন জাকারবার্গের স্ত্রী প্রিসিলা চ্যান। সম্প্রতি চ্যান একটি গণমাধ্যমকে সাক্ষাৎকারে এ কথা বলেন। এটাই অবশ্য গণমাধ্যমকে দেয়া চ্যানের প্রথম সাক্ষাৎকার। চ্যান বলেন, জাকারবার্গ অসাধারণ এক ছেলে যার মাথায় প্রযুক্তি নিয়ে চিন্তা সবসময় ঘোরাফেরা করে। তিনি চান বিশ্বের সব শিশুই যেন তথ্য প্রযুক্তিতে শিক্ষিত হয়ে ওঠে। আর শিশুরা এভাবে শিক্ষিত হয়ে উঠলে পুরো বিশ্বই দ্রুত এগিয়ে যাবে। তাই তিনি সান ফ্রান্সিসকোর এসব স্কুলে অর্থ দান করেন। ২৯ বছর বয়সী চ্যান জাকারবার্গকে অসম্ভব ভালোবাসেন বলেও সাক্ষাৎকারে অকপটে স্বীকার করেন। দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর ২০১২ সালে বিয়ে করেন তারা।