নারায়গঞ্জের ঘটনায় র‌্যাব- ১১’র ১৭ সদস্য জড়িত থাকার প্রমান পেয়েছে পুলিশ

Narayongonj 7 Murder নারায়ণগঞ্জসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ নারায়নগঞ্জে প্যানেল মেয়র ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলামসহ ৭ জনকে অপহরণের পর হত্যার ঘটনায় সেনা ও নৌ-বাহিনী থেকে চাকরিচ্যুত তারেক সাঈদ, আরিফ হোসেন ও এম.এম রানাসহ র‌্যাবের ১৭ সদস্যের জড়িত থাকার প্রমান পেছে পুলিশের তদন্ত কমিটি। রিমান্ডে থাকা তিন কর্মকর্তা ছাড়া বাকিদেরও জিজ্ঞাসাবাদের জন্য শিগগিরই পুলিশ হেফাজতে নেওয়া হবে। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানায়, নারায়নগঞ্জের ৭ খুনের ঘটনায় ঘটনায় র‌্যাব-১১’র সাবেক সিও লে. কর্নেল (অব.) তারেক সাঈদ, মেজর (অব.) আরিফ হোসেন ও লে কমান্ডার (অব.) এম.এম রানার সরাসরি জড়িত থাকার বিষয়টি স্পষ্ট হয়েছে তদন্ত সংশ্লিষ্টদের কাছে। তদন্ত কমিটি রিমান্ডে থাকা এই তিন সেনা কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদে বেড়িয়ে এসেছে র‌্যাব-১১ আরো ১৪ জন কর্মকর্তার নাম। যাদের মধ্যে আরো একজন মেজর ও এএসপি রয়েছেন।
তদন্ত সংশ্লিষ্ট র‌্যাব-১১’র কুমিল্লাস্থ সিপিসি-টু এর পরিচালক মেজর শাহেদ, অপারেশন অফিসার এএসপি শাহরিয়ারসহ জড়িত ১৪ র‌্যাব সদস্যের মধ্যে ৭ জন সেনা সদস্য ও ৫ জন বিজিবি সদস্য রয়েছেন যাদের মধ্যে দুজন র‌্যাবের গোয়েন্দা শাখার কর্মকর্তা।
সূত্র জানায়, নৃশংস এই হত্যাকান্ডে সংশ্লিষ্ট ১৪ র‌্যাব সদস্য বর্তমানে র‌্যাব-১১তেই কর্মরত আছেন। আগে থেকেই তাদের ছুটি বাতিল করা হয়েছে। শিগগিরই তাদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়ার অনুমতি চাওয়া হবে বলেও জানায় তদন্ত সংশ্লিষ্ট সূত্র।
উল্লেখ্য, গত ২৭ এপ্রিল একটি মামলায় হাজিরা দিয়ে ঢাকায় যাওয়ার পথে ঢাকা-নারায়নগঞ্জ লিংক রোড থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে নাসিক প্যানেল মেয়র নজরুল ইসলাম ও এাডভোকেট চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। অপহরণের তিন দিন পর ৩০ এপ্রিল নারায়নগঞ্জের শীতালক্ষা নদী থেকে নজরুল ও চন্দন সরকারসহ অপহৃত ৬ জনের এবং এর একদিন পর ১ মে বাকি ১ জনের লাশ উদ্ধার করা হয়।
অপহরণে সংশ্লিষ্টতার অভিযোগ উত্থাপিত হওয়ায় র‌্যাবের-১১ সিও (অধিনায়ক) লে.কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারনে নারায়নগঞ্জের জেলা প্রশাসক মনোজকান্তি বড়াল ও জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামকে ২৯ এপ্রিল প্রত্যাহার করা হয়। অপহরনের পর হত্যায় সংশ্লিষ্টতার অভিযোগ স্পষ্ট হওয়ায় প্রধানমন্ত্রীর নির্দেশে ৫মে লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেনকে সেনাবাহিনী থেকে এবং নারায়নগঞ্জ ক্যাম্পের সাবেক প্রধান লে. কমান্ডার এম.এম রানাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।
গতকাল শুক্রবার তারেক সাঈদ ও আরিফ হোসেনকে তৃতীয়বারের মত আরো ৫ দিনের রিমান্ডে নেয়া হয়।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ