৫ দিনে ১৭৮ জন গ্রেফতার

lokkhipur laxmipur লক্ষ্মীপুররিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ লক্ষ্মীপুরে যৌথ অভিযানে পাঁচ দিনে ১৭৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় দেশি-বিদেশি দু’টি বন্দুক ও ২২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারদের বিরুদ্ধে নাশকতা সৃষ্টিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ ও নিয়মিত মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। লক্ষ্মীপুর পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার অভিযান শুরু হয়। ওই রাতে গ্রেফতার হয় ৩৯ জন, বুধবার ৩৩ জন, বৃহস্পতিবার ৩৮ জন ও শুক্রবার ৩৫ জন। এছাড়া শনিবার রাত থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত লক্ষ্মীপুর সদর, রামগতি, রায়পুর, রামগঞ্জ ও কমলনগর উপজেলা থেকে আরও ৩৩ জনকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে লক্ষ্মীপুরের পুলিশ সুপার (এসপি) শাহ মিজান শাফিউর রহমান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে অস্ত্রধারী ও মাদক ব্যবসায়ীসহ অপরাধীদের গ্রেফতারে অভিযান চলছে। সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ সুপার জানান।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ