রাব্বির মনোনয়নপত্র বাতিল
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের উপ-নির্বাচনে ঋণ খেলাপের অভিযোগে স্বতন্ত্র প্রার্থী রফিউর রাব্বির মনোনয়নপত্র বাতিল করে দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। রোববার সকালে তার মনোনয়নপত্র বাতিল করা হয় বলে জানা যায়। জেলা নির্বাচন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, ঋণ খেলাপের অভিযোগে নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী রফিউর রাব্বির মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ২১ মে বেলা ১১টার দিকে মনোনয়নপত্র বিক্রির প্রথম দিনেই ফরম কেনেন নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বি। বৃহস্পতিবার তিনি মনোনয়নপত্র জমা দেন। এ আসনে আরও যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন, তারা হলেন- জাতীয় পার্টির প্রার্থী বিকেএমইএর সভাপতি সেলিম ওসমান, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি, সাবেক এমপি ও নাগরিক ঐক্যের নেতা এস এম আকরাম, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন। এছাড়া জেলা কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি শফিকুল ইসলাম, ইকবাল সিদ্দিকী, বিএনএফ নেতা আবু হামিদুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মামুন সিরাজুল মজিদ মনোনয়নপত্র জমা দেন। এ উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত কোনো প্রার্থী নেই। মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নারায়ণগঞ্জ-৫ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ২৬ জুন। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল বৃহস্পতিবার। বাছাই ১ জুন। মনোনয়পত্র প্রত্যাহারের শেষ দিন ৯ জুন। উল্লেখ্য, ২৯ এপ্রিল রাত ১টার দিকে ভারতের দেরাদুনের একটি ক্লিনিকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নাসিম ওসমানের মৃত্যুতে আসনটি শূন্য হয়।