সীমান্তে বিজিবি সদস্য নিহতের ঘটনা ভুল বোঝাবুঝি : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ মিয়ানমারের সঙ্গে বাংলাদেশে যে ভুল বোঝাবুঝি হয়েছিল তার অবসান হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, সীমান্তে বিজিবি সদস্য নিহতের ঘটনা ¯্রফে ভুল বোঝাবুঝি।
রোববার সকালে সচিবালয়ে সাক্ষি সুরক্ষা সংক্রান্ত আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
সীমান্তে মিয়ানমারের সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘সীমান্তে মিয়ানমার যে সেনাবাহিনী মোতায়েন করেছে তা অচিরেই প্রত্যাহার করবে বলে আমি আশাবাদী।’
সীমান্তবর্তী অঞ্চলে বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন করবে কি না সাংবাদিকদের করা এমন প্রশ্নে তিনি বলেন, ‘সীমান্তে বিজিবিই যথেষ্ট। চাইলে আমরাও সেনাবাহিনী মোতায়েন করতে পারি। তবে, দুদেশের মধ্যে ভালো সম্পর্ক বজায় রাখতে আমরা তা করবো না।’
গত ২৮ মে নাইক্ষ্যংছড়ি উপজেলার দৌছড়ি সীমান্ত এলাকায় বিজিবির টহল টিমকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে বিজিপি। সেই সময় নিখোঁজ হন নায়েক সুবেদার মিজানুর রহমান। তাকে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী ধরে নিয়ে গেছে বলে বিভিন্ন সূত্রে জানা যায়।
তবে ঘটনার পর বিজিপি প্রচার করে, গুলিতে আরএসও (রোহিঙ্গা সলিডারেটি অর্গানাইজেশন) বিচ্ছিন্নতাবাদী গ্রুপের এক সদস্য মারা গেছেন। পরে অবশ্য বিজিপির আরাকান রাজ্যের সিতুইয়ের পুলিশ কর্নেল তুনও গতকাল শুক্রবার দেশটির দ্য ইরাবতী পত্রিকার কাছে বিজিবি সদস্য নিহত হওয়ার বিষয়টি স্বীকার করেন।
এর আগে গত বৃহস্পতিবার বিকেলে এ ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূত উ পি থান ওকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। সীমান্ত থেকে বিজিবি সদস্যকে ধরে নিয়ে যাওয়ায় কঠোর ভাষায় তাকে তিরস্কার করা হয়। একই সঙ্গে সীমান্তরক্ষীদের কাছে আটক বিজিবির নায়েক মিজানুর রহমানকে অতি দ্রুত ছেড়ে দেয়ারও দাবি জানানো হয়।
এরপর শুক্রবার নিখোঁজ বিজিবি সদস্য মিজানুর রহমানকে ফিরিয়ে দিতে বিজিবি ও বিজিপির মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয় সে বৈঠক। এরপরই নাইক্ষ্যংছড়ির দোছাড়ি সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে।