একাকিত্ব দূরে ফেসবুকে আসক্ত নারীরা

A young woman using Facebook on an Ipadরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ একাকিত্ব দূর করতেই ফেসবুকে বেশি সক্রিয় থাকে নারীরা৷ অস্ট্রেলিয়ার একটি বিশ্ববিদ্যালয় ফেসবুক ব্যবহারকারী নারীদের উপর সমীক্ষা চালিয়ে এই তথ্য প্রকাশ করলো৷ বিশ্লেষকরা জানাচ্ছেন, অধিকাংশ নারীই একাকিত্ব দূর করতে বেশি সময় ধরে ফেসবুকে সময় কাটায়৷ শুধু তাই নয়, ফেসবুকের প্রোফাইলে নিজের সম্পর্কে অধিকতর তথ্যও প্রকাশ করেন তারা৷ প্রকৃতপক্ষে নারীরা তাদের জীবনে একলা বলেই এই সমস্ত তথ্য দিয়ে থাকে বলে ওই বিশ্ববিদ্যালয়ের সমীক্ষায় ধরা পড়েছে৷ সাউথ ওয়েলসের চার্লস ইনস্টিটিউট বিশ্ববিদ্যালয় ওই সমীক্ষা চালানো হয় ৬১৬ জন নারী ফেসবুক ইউজারের উপর৷সমীক্ষকরা ওই ৬১৬ জন নারীর পোস্ট, প্রোফাইল এবং তাদের স্ট্যাটাস বিশ্লেষণ করে৷ জনপ্রিয় ওয়েবসাইট ‘সি-নেট’ এই সমীক্ষা প্রকাশ করেছে৷ তাতে দেখা যাচ্ছে, নারীরা তাদের ফেসবুকে প্রোফাইলে রিলেশনশিপ স্ট্যাটাস, পছন্দ-অপছন্দ অন্যান্যদের জানাতে বেশি আগ্রহ দেখায়৷ আসলে তারা একাকিত্ব থেকে বেরিয়ে আসতেই এই কাজ করেন।এই একাকিত্বের কারণেই নারীরা বিভিন্ন জিনিস পোস্ট করেন৷ পছন্দ-অপছন্দের বিষয়গুলি তুলে ধরেন৷ গান-গায়কের ছাড়াও নিজেদের মোবাইল নম্বর পর্যন্ত প্রোফাইলে দেয়৷ কোনো কোনো ক্ষেত্রে নিজের বাড়ির ঠিকানাও দিয়ে থাকে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ