আলেপ্পোয় টানেল বোমায় নিহত ৪০

Siriya Bomb সিরিয়া বোমাআন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিদ্রোহীদের ট্যানেল বোমা হামলায় সিরিয়ার আলেপ্পো শহরের একটি বিমান ঘাঁটিতে কমপক্ষে ৪০ সেনা নিহত হয়েছে। বিদ্রোহী গোষ্ঠি দ্য ইসলামিক ফ্রন্ট ওই হামলার দায়িত্ব স্বীকার করেছে। শনিবারের ওই হামলায় ২০ জন নিহত হয়েছে বলে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউমেন রাইটস জানিয়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করতে কয়েক বছর ধরে লড়াই চালিয়ে যাচ্ছে সে দেশের বিদ্রোহী গোষ্ঠিগুলো। তাদের লড়াইয়ে নতুন সংযোজন হচ্ছে ট্যানেল বোমা। সিরিয়ার সেনাবাহিনীকে লক্ষ্য করে তারা এই বোমা ব্যবহার করে থাকে। গত সপ্তাহে এই ট্যানেল বোমা দিয়ে আলেপ্পোর পাহাড়ি এলাকায় সেনাদের একটি ঘাঁটি এবং হোটেল উড়িয়ে দেয়ার দাবি করেছিল তারা। সিরিয়ায় বন্দুকযুদ্ধ, বিমান হামলা, গাড়িবোমা হামলা, শেল নিক্ষেপ ইত্যাদি সহিংস ঘটনায় প্রতিদিন গড়ে ২০০ লোক নিহত হচ্ছে। দেশটিতে গৃহযুদ্ধে এ পর্যন্ত দেড় লাখ লোক নিহত হয়েছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ