জামায়াতের বিষয়ে ধৈর্য ধরার আহ্বান কামরুলের
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ সময়মতো জামায়াতের বিরুদ্ধে সব ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এর জন্য জনগণকে অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। রোববার দুপুরে রাজধানীর কেন্দ্রীয় গণগ্রন্থাগার মিলনায়তনে আয়োজিত ‘নজরুল সাহিত্যে অসাম্প্রদায়িক চিন্তা-চেতনা ও চলমান রাজনীতি’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এশিয়ান জার্নালিস্ট হিউম্যান রাইটস এন্ড কালচারাল ফাউণ্ডেশন (এজাহিকাফ) এ আলোচনা সভার আয়োজন করে। কামরুল ইসলাম বলেন, ‘জামায়াত নিয়ে আইনমন্ত্রী যে কথা বলেছেন তা সম্পূর্ণ সঠিক। সময়মতো তাদের বিরুদ্ধে সব ব্যবস্থা গ্রহণ করা হবে। এজন্য জনগণকে অপেক্ষা করতে হবে। অযথা আমাদের বিরুদ্ধে বিভ্রান্ত সৃষ্টির করার কোনো সুযোগ নেই।’ জামায়াত প্রসঙ্গে তিনি বলেন, ‘জামায়াত পৃথিবীর বিভিন্ন দেশের লবিস্ট নিয়োগ দিয়েছিলো যুদ্ধাপরাধীর বিচার বানচালের জন্য। কিন্তু তারা সফল হয়নি। তারা ট্রাইব্যুনালকেও প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছিলো। কিন্তু এই ট্রাইব্যুনাল থেকেই যুদ্ধাপরাধীদের সবগুলো রায় দেওয়া হয়েছে এবং একটি কার্যকরও করা হয়েছে। আশা করি এই সরকার ক্ষমতায় থাকাকালীন বাকি রায়গুলো কার্যকর করা হবে।’ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশ্যে তিনি বলেন, ‘এই অর্বাচীন ছেলে সম্পর্কে কথা বলাই ভুল। তবে আন্দোলনের নামে তিনি যদি কোনো অরাজকতার সৃষ্টি করার চেষ্টা করেন তাহলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের যা করণীয় তাই করবে।’ জাতীয় কবি কাজী নজরুল প্রসঙ্গে তিনি বলেন, ‘তিনি ছিলেন আমাদের প্রতিটি আন্দোলনের প্রেরণা। তিনি অসাম্প্রদায়িক ও সাম্যের কবি। তার অসম্প্রদায়িক চেতনাই আমাদের উদ্দিপ্ত হই।’ বিএনপির ভারপ্রাপ্ত মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনাদের সঙ্গে জনগণ নেই। যদি পারেন আপনাদের আন্দোলনের সঙ্গে জনগণকে সম্পৃক্ত করুন। আপনাদের তো আন্দোলনের শক্তি নেই। শুধু শুধু আজ আন্দোলন করবো, কাল আন্দোলন করবো বলে জনগণকে ধোঁকা দিচ্ছেন। যদি সামর্থ্য থাকে তাহলে আন্দোলন একবার করে দেখান।’ বিশ্ব বাঙ্গালি সম্মেলনের সভাপতি কবি মুহম্মদ আবদুল খালেকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শান্তি পরিষদের সভাপতি মোজাফ্ফর হোসেন পল্টু, সংগঠনের মহসচিব সালাম মাহমুদ প্রমুখ।