জমি ফিরে পেতে এক হিন্দু পরিবারের আকুতি

asadujjaman khan kamal আসাদুজ্জামান খান কামালসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর নির্বাচনী এলাকায় এক হিন্দু সম্প্রদায়ের পরিবারের জমি দখলের চলছে মহোৎসব। দীর্ঘ দিনের ব্যক্তি মালিকানার জমি অবৈধভাবে লিজ দিয়েছে সরকারের গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রণালয়। শেষ সম্বলটুকুও দু’সপ্তাহ আগে দখল করে নিয়েছে পার্শ্ববর্তি একটি প্রতিষ্ঠান। বিষয়টি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে জানিয়েও কোন প্রতিকার পাননি। সংশ্লিষ্ট তেজগাঁও শিল্পাঞ্চল থানা আগে থেকে দখলদারদের পক্ষ নিয়েছে।

রোববার দুপুরে রাজধানীর সেগুনবাগিচাস্থ বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেণ ভুক্তভুগি কিশোর সাহা। তেজগাঁও শিল্পাঞ্চল থানার ৩০/৩, টঙ্গী ডাইভারশন রোড এলাকায় বসবাসকারী আসহায় পরিবারের পক্ষে কিশোর সাহা তাদের মাথা গোজার একমাত্র আবাসস্থল ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেণ।

সংবাদ সম্মেলনে কিশোর সাহা জানান, তিনি দীর্ঘ ১৪ বছর ধরে ৩০/৩, ৩০/৪ ও ৩০/৫ নম্বর প্ল¬টে যথাক্রমে হোল্ডিং ট্যাক্স, রাজস্ব ট্যাক্স, বিদ্যুৎ বিল, পানির বিল ও টেলিফোন বিল পরিশোধ করে আসছেন। তার এই দাগে ৩৫ ডিসিমাইল জমির সি.এস- ১৭৭, এস.এ- ২৮৬, ৩১০, আর.এস- ৩০২, ৫১২১, মহানগর জরীপ- ৯৩০৮, ৬৯৩ অনুসারে জোত নং- ১১৭৫, খতিয়ান নং- ১২২৪ অনুসারে ১৪১৯ সাল পর্যন্ত ভূমি উন্নয়ন কর পরিশোধ করেছেন। তার এই জমির বেশীরভাগ অংশ বিভিন্ন সময়ে অর্থ ও পেশীশক্তির মাধ্যমে আমার আশেপাশের প্রভাবেশীরা দখল করে নিয়েছে। সব শেষ মাথা গোজার ঠাইটুকু এখন দখলে মরিয়া কেউ কেউ।

তিনি অভিযোগ করে বলেন, তার এই জমির ৮ কাঠার একটি অংশ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় অবৈধভাবে ব্যক্তি মালিকানা জমিকে সরকারি জমি দেখিয়ে ২০০০ সালে ওয়েগা ফ্যাশন নামে একটি প্রতিষ্ঠানকে লীজ দেয়। এছাড়া সম্প্রতি শাহ গার্মেন্টস নামে একটি প্রতিষ্ঠান অবৈধভাবে তার ২ কাঠা জমির মধ্যে ঢুকে দেয়াল দিয়েছে। এই সকল অর্থবিত্তশালীদের সঙ্গে লড়ে লড়ে তিনি এখন সর্বশান্ত হয়ে গেছেন বলেও জানান সংবাদ সম্মেলনে।

কিশোর সাহা বলেন, তার ব্যক্তি মালিকানা এই জমি লীজ দেওয়ার বিরুদ্ধে তিনি তৎকালীন সময়ে উচ্চ আদালতে একটি রীট আবেদন করেন। প্রায় ৬ বছর আগে ২০০৬ সালে হাইকোর্ট এ বিষয়ে তার পক্ষে রায় দেন। এরপরেও তিনি তার জায়গা বুঝে পাননি।

সংবাদ সম্মেলনে কিশোর সাহা অভিযোগ করে বলেন, ২০১০ সালে এই অবৈধ লিজ দেওয়ার বিষয়ে তার আবেদনের প্রেক্ষিতে পূর্ত মন্ত্রণালয়ের সহকারি সচিব আব্দুস সাত্তার তৎকালীন সময়ে উল্লে¬খিত জমি শিল্পপ্ল¬টের নকশার মধ্যে কিনা সাকি ব্যক্তি মালিকানায়, তা জানতে চেয়ে প্রধান প্রকৌশলীকে নির্দেশ দেন। এরপর একে একে প্রধান প্রকৌশলী, জেলা প্রশাসক, এসি ল্যান্ড উল্লেখিত ৮ কাঠা জমি ব্যক্তি মালিকানা বলে তদন্তপূর্বক পূর্ত মন্ত্রণালয়কে জানিয়ে দেয়।

তিনি আরো বলেন, পূর্ত মন্ত্রণালয়ের তৎকালীন সময়ের উপ-সচিব জেসমিন পারভীন, ডি.এস. রাশেদুল হাসান, যুগ্ম সচিব মাতলেবুর রহমান ও আইন উপদেষ্টা মঞ্জুর কাদের পূর্ত মন্ত্রণালয়ের দেয়া অবৈধ লীজ বাতিল করার জন্য গত ০৮/১১/২০১২ইং তারিখ তৎকালীন সময়ের সচিব ড. শওকত এর বরাবরে নথিতে নোট দেন। এরপর ২ বছর কেটে গেলেও আজ অবধি লীজ বাতিলের চিঠি দেওয়া হয় নাই।

এছাড়াও তিনি বলেন, তার এই জমির অপর একটি অংশ গত বেশকিছুদিন ধরেই শাহ গার্মেন্টস নামে পার্শ্ববর্তী একটি প্রতিষ্ঠান দখলের চেষ্টা করে আসছিল। বিষয়টি আমি স্থানীয় তেজগাঁও শিল্পাঞ্চল থানা-পুলিশকে জানানোর পর কোন প্রতিকার না পেয়ে স্থানীয় সাংসদ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এর স্বরণাপন্ন হন। তিনি বিষয়টি তেজগাঁও জোনের ডিসিকে দুই পক্ষের কাগজ নিয়ে বসে সমঝোতা করে দেয়ার নির্দেশ দেন। এরপরও তেজগাঁও শিল্পাঞ্চল থানা-পুলিশ দেয়াল দেয়া বন্ধে কোন পদক্ষেপ গ্রহণ করেনি।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ