১৮ সালের শুরুতেই পদ্মাসেতু উন্মুক্ত হবে

Vola Padma Bridge ভোলা পদ্মা সেতুরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, ‘২০১৮ সালের শুরতেই পদ্মা সেতু জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। দু’ এক দিনের মধ্যে সেতু নির্মাণের কার্যাদেশ দেওয়া হচ্ছে।’ তিনি বলেন, ‘ চায়না ব্রিজ কোম্পানি কাজ পেয়েছে। শুধু অর্থায়ন ছাড়া সব কিছুই বিশ্ব ব্যাংকের পরামর্শক্রমেই হচ্ছে। ২০১৭ সালের শেষ দিকে না হলেও ১৮ সালের শুরুতে কাজ শেষ হবে।’ রোববার দুপুরে ভোলার লালমোহন-চরফ্যাশন সড়কের উপজেলা পরিষদ সংলগ্ন লাঙ্গলখালী বিজ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। যোগাযোগমন্ত্রী বলেন, ‘চট্রগ্রাম-লক্ষ্মীপুর-ভোলা-খুলনা মহাসড়ক নির্মাণ কাজের ঘোষণা পর্যায়ক্রমে হবে। একই সঙ্গে ভোলা-বরিশালের মধ্যে সড়ক নির্মানের জন্য সেতু নির্মাণ করা হবে।’ দেশে গুম-হত্যা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী বলেন, ‘সব সরকারের আমলেই হত্যা-গুম হতে পারে। আমাদের দেখতে হবে- সরকার কী ব্যবস্থা নিয়েছে। গুম, হত্যাকারী যেই হোক তাকে বিচার আওতায় এনে সাজা দেওয়া হবে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে। এ ক্ষেত্রে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই।’ পরে তিনি লালমোহন চৌরাস্তার মোড়ে এক জনসভায়ও বক্তব্য রাখেন। ওই সময় তিনি বলেন, ‘আওয়ামী লীগকে হাইব্রিড মুক্ত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দলে লুকিয়ে থাকা হাইব্রিড নেতাদের খুঁজে বের করা হচ্ছে। এদেরও ছাড়া দেওয়া হবে না।’ এসময় তিনি লালমোহন উপজেলার নাজিরপুর ও দেবিরচর সেতু নির্মাণ, তজুমদ্দিন কুঞ্জের হাট বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের আশ্বাস দিয়ে আগামী এক সপ্তাহের মধ্যে ভোলা-বোরহানউদ্দিন-চরমানিকা ৩৯ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক কাজ শুরু করার ঘোষণা দেন। পৌর আওয়ামী লীগের আহবায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফকরুল আলম হাওলাদারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওন, উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ প্রমুখ। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সেলিম রেজা, অতিরিক্ত পুলিশ সুপার মাফুজুর রহমান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. এমদাদ হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কে এম মাঈনুদ্দিন, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহীন সরকার, সহকারী প্রকৌশলী আব্দুল মন্নান প্রমুখ। পরে মন্ত্রী লালমোহন উপজেলার বদরপুর-ফরাজগঞ্জ সংযোগ সড়কে ১৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত অন্য একটি ব্রিজের নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ ছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত তজুমদ্দিন উপজেলার প্রধান সড়ক পরির্দশন করেন। এদিকে, মন্ত্রীর আগমনকে ঘিরে শহরকে সাজাতে নির্মাণ করা হয় শতাধিক তোড়ন ও রাস্তার মোড়ে মোড়ে লাগানো হয় রং বেরং এর ব্যানার, ফ্যাস্টুন। রাস্তার দু পাশে দাঁড়িয়ে হাজার হাজার জনতা যোগাযোগ মন্ত্রী ওবায়দুর কাদের ও স্থানীয় এমপি নুরুন্নবী চৌধুরী শাহনকে অভিনন্দন জানান। উল্লেখ্য, ১৯৮৭ সালে লাঙ্গলখালী খালের ওপরের পুরাতন ব্রিজ ভেঙে পড়ে ছিল। গত ২৬ বছর আর এটি আর নির্মাণ করা হয়নি। ২৬ বছর পর ব্রিজটি উদ্বোধন হওয়ায় এলাকায় উৎসব মুখর পরিবেশ বিরাজ করে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ