খুলনা ওয়াসার পানি সরবরাহ প্রকল্পসহ চার টি প্রকল্পের অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ খুলনা ওয়াসার পানি সরবরাহ প্রকল্প ও রুপপুর পারমানবিক কেন্দ্রের দায়িত্ব রাশিয়ন একটি কোম্পানীকে দেয়াসহ চার টি প্রকল্পের অনুমোদন দিয়েছে সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
রোববার দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার সম্মেলন কক্ষে সরকারের ক্রয় সংক্রান্ত কমিটির (পার্সেস কমিটি) বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব নূরুল করিম সাংবাদিকদের এ কথা জানান। অর্থমন্ত্রী মন্ত্রিসভা কমিটির এ বৈঠকে সভাপতিত্ব করেণ।
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জানান, ২২৪ কোটি ৩২ লাখ ২২ হাজার টাকা ব্যয়ে খুলনা ওয়াসার পানি সরবরাহ নির্মাণ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এ প্রকল্পে শুল্ক কর হচ্ছে ৩০ কোটি ৩৬ লাখ। শুল্কসহ মোট ২৫০ কোটি ৬৮ লাখ ৯৩ হাজার টাকা ব্যয় হবে। এ প্রকল্পের কাজ করবে চায়না জিও ইঞ্জিনিয়ারিং করপোরেশন।
বাংলাদেশ রেলওয়ের সেক্টর ইমপ্রুভমেন্ট আম্ব্রেলো প্রকল্পের আওতায় সিগন্যালসহ টঙ্গি-ভৈরব বাজার ডাবল লাইন নির্মাণ প্রকল্প এবং নর্দান বাংলাদেশ ইন্টিগ্রেট ডেভেলপমেন্ট প্রকল্পের অনলাইন ফিলিংয়ের আওতায় ডিজাইন সুপারভিশন এন্ড মেনটেনিং কনসালটেনন্সি সার্ভিস ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে মন্ত্রিসভা কমিটিতে। এতে ব্যয় হবে ১২ কোটি ১৭ লাখ ৮৪ হাজার টাকা।
এ ছাড়া নূরুল করিম আরো জানান, ১০৭ কোটি ২১ লাখ ১০ হাজার টাকা ব্যয়ে নর্দান বাংলাদেশ ইন্টিগ্রেট ডেভেল্পমেন্ট প্রাজেক্ট: অনলাইন ফিলিং এর আওতায় ডিজাইন সুপারভিমন এন্ড মেনটেনিং কনসারিন্সি সার্ভিস ক্রয় সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।