গণমাধ্যম কর্মীরা হুমকির মুখে

shah moajjem hossain শাহ মোয়াজ্জেম হোসেনসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন বলেছেন, সংবাদপত্রের স্বাধীনতা হারিয়ে গেছে। গণমাধ্যম কর্মীরা এখন আর কিছু লিখতে পারছে না, তাদের জীবন প্রতিনিয়ত হুমকির মুখে। রোববার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘সবুজবাংলা২৪ডটকম’ এর ১ম বর্ষপূর্তি উপলক্ষে ‘সংবাদপত্রের স্বাধীনতা ও আজকের বাংলাদেশ’ র্শীষক আলোচনা সভায় তিনি একথা বলেন। শাহ মোয়াজ্জেম বলেন, প্রধানমন্ত্রী ১০৫ জন লোক নিয়ে জাপান গেছেন। বঙ্গবন্ধু, এরশাদ সাহেবের সঙ্গে আমিও বিদেশ গিয়েছিলাম। প্রধানমন্ত্রীর বিদেশ সফরে ১০/১২জনের বেশি লোক লাগে না। এই সফরগুলোতে গিয়ে কয়জন ফিরে আসে, আর কয় জন আসে না? এর আগে আমেরিকায়ও দেড়শো লোক নিয়ে গিয়েছিলেন। তাদের সকলে ফিরে আসেননি। জাগপা সভাপতি শফিউল আলম প্রধান বলেন, দেশ শাসন করছে একটা কৃতদাসী সরকার, যেখানে শাসক তার আত্মাকে বন্দি রেখেছে দিল্লির কাছে, যেখানে আকাশে শকুনের ছায়া সেখানে সংবাদ পত্র স্বাধীন হতে পারে কি করে? প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে শফিউল আলম বলেন, কেরি ও মুন সাহেবের কথা না রেখে আপনি কাদের মোল্লার ফাঁসি দিয়ে নিজেকে খুব সাহসী বুঝাতে চাইছেন কিন্তু সীমান্তে যখন অগনিত মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়, যখন ফেলানীর লাশ কাটাতারে ঝুলে তখন আপনি দাদা-বাবুদের কাছে টু শব্দটি করেন না কেন? তখন আপনার সাহস কোথায় থাকে? তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকে দিল্লি থেকে নিয়ে এসে আওয়ামী লীগে কাজ করার সুযোগ করে দিলেন। তিনি পলিটিশিয়ান বাই এক্সিডেন্ট। বাংলাদেশ ইসলামিক পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুল মোবিনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, সবুজবাংলা২৪ডটকম এর সম্পাদক মুহাম্মদ মাহমুদুল হাসান, জাগপা মহাসচিব খন্দকার লুৎফুর রহমান, এনডিপি মহাসচিব আলমগীর মজুমদার, অধ্যাপিকা চেমন আরা প্রমুখ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ