শিরোপা পুনরুদ্ধারে কলকাতার লক্ষ্য ২০০ রান

kolkata knight Riders vs Kings 11 punjabস্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ঋদ্ধিমান সাহার শতকে আইপিএলের ফাইনালে কলকাতা নাইট রাইডার্সকে ২০০ রানের লক্ষ্য দিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব।

রোববার ব্যাঙ্গালোরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৯৯ রান করে পাঞ্জাব।

চতুর্থ ওভারেই বীরেন্দর শেবাগের বিদায়ে শুরুটা ভালো হয়নি পাঞ্জাবের। আগের ম্যাচে শতক করা শেবাগ (৭) পেসার উমেশ যাদবের বলে গৌতম গম্ভীরের ক্যাচে পরিণত হন।

তিন নম্বরে ব্যাট করতে নেমে অধিনায়ক জর্জ বেইলির (১) দ্রুত বিদায় দলের ওপর চাপ আরো বাড়ায়। সুনীল নারায়ণের বলে বোল্ড হয়ে যান তিনি।

ষষ্ঠ ওভারে ৩০ রানে দুই উইকেট হারানো পাঞ্জাবকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান ঋদ্ধিমান ও মানান ভোহরা। তৃতীয় উইকেটে ১২৯ রানের জুটি গড়েন এই দুজনে। ফিরতি ক্যাচ নিয়ে ভোহরাকে (৬৭) বিদায় করে ৭২ বল স্থায়ী জুটি ভাঙেন পীযুষ চাওলা।

এরপর প্রায় একাই খেলছেন ঋদ্ধিমান। শেষ পর্যন্ত ১১৫ রানে অপরাজিত থাকেন তিনি। আইপিএলের ফাইনালে প্রথম শতক হাঁকানো ঋদ্ধিমানের ৫৫ বলের ইনিংসে ছিল ১০টি চার ও ৮টি ছক্কা।

কলকাতার পক্ষে চাওলা ২ উইকেট নেন ৪৪ রানে। টানা চার ওভার বল করা সাকিব আল হাসান কোনো উইকেট না পেলেও দেন মাত্র ২৬ রান।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ