বিজিবি সদস্য মিজানের প্রথম জানাজা সম্পন্ন

BGB Mijanur Rohman মিজানুর রহমানরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ জেলার নাইক্ষ্যংছড়ি ৩১ ব্যাটালিয়নের নিহত বিজিবির নায়েক সুবেদার মিজানুর রহমানের প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ৯টায় নাইক্ষ্যংছড়ি ৩১ ব্যাটালিয়নের সদর দফতর মাঠে জানাজা সম্পন্ন হয়। এতে অংশগ্রহণ করেন বিজিবি চট্টগ্রাম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আহম্মদ আলী, নাইক্ষ্যংছড়ি ৩১ ব্যাটালিয়ন কমান্ডার লে.কর্নেল শফিকুর রহমানসহ শীর্ষ কর্মকর্তা ও নায়েক সুবেদার মিজানুর রহমানের সহকর্মীসহ হাজার হাজার মানুষ। নামাজের জানাজা শেষে হেলিকপ্টারযোগে তার মৃতদেহ কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভোলা নগর গ্রামে নেওয়া হবে। সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হবে বলে বিজিবি সূত্র জানায়। রোববার নায়েক সুবেদার মিজানুর রহমানের মরদেহ কক্সবাজার সদর পাসপাতালের মর্গে রাখা হয়েছিল। তার প্রথম নামাজের জানাজায় তার সহকর্মীরা ছাড়াও হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। প্রসঙ্গত বুধবার সকালে নাইক্ষ্যংছড়ি সীমান্তের পাইনছড়ির ৫২ নম্বর পিলারে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে বিজিবি’র সদস্য নায়েক সুবেদার মিজানুর রহমান নিহত হন। এর পর শনিবার বিকেল ৫টার দিকে সীমান্তের ৫২ নম্বর পিলারের কাছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি)র পক্ষে লে.কর্ণেল ছাই সিং এর নেতৃত্বে এবং বিজিবির অধিনায়ক মেজর তারেকের নেতৃত্বে বিজিবির প্রতিনিধি দলের কাছে মিজানুর রহমানের লাশ হস্তান্তর করা হয়।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ