নারায়ণগঞ্জ-ফেনীর ঘটনায় কঠিন সিদ্ধান্ত আসছে: সুরঞ্জিত

suronjit sen সুরঞ্জিত সেনসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ সম্প্রতি ঘটে যাওয়া নারায়ণগঞ্জ ও ফেনীর ঘটনায় কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছে আওয়ামী লীগ। রোববার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইন্সটিটিউট মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত আলোচনা সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এ কথা বলেন। তিনি বলেন, আজ সন্ধ্যায় (সোমবার) প্রধানমন্ত্রী দলের ও সংসদের প্রতিনিধিদের সভা ডেকেছেন। এ সভায় আমি আশা করি এ ঘটনাগুলোর কঠোর সিদ্ধান্ত আসবে। কোনো দোষীকে ছাড় দেওয়া হবে না। জামায়াত প্রসঙ্গে তিনি বলেন, যুদ্ধারাধীদের বিচার হবে। আর মুক্তিযুদ্ধে যুদ্ধাপরাধীদের সাহায্যের জন্য তাদের দল জামায়াতেরও বিচার হবে। এ থেকে সরে আসার সুযোগ নেই। তিনি বলেন, প্রধানমন্ত্রী তার বক্তব্যে এ বিষয়টি আরও স্পষ্ট করেছেন। মূলত বিএনপি-জামায়াত-শিবির চক্র বাংলাদেশকে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান শূন্য করার চেষ্টা করছে। কিন্তু তাদের চেষ্টা বার বার ব্যর্থ হয়েছে। আমরা চাই বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করতে। বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে উল্লেখ করে সুরঞ্জিত বলেন, আগে আমাদের মাথাপিছু আয় ছিল ৬০০ ডলার। এখন হয়েছে ১২০০ ডলার। যে দেশের মাথাপিছু আয় ১২০০ ডলার সে দেশ মধ্যম আয়েরই দেশ। ইতোমধ্যে বাংলাদেশ রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও চারিত্রিকভাবে বিশ্বে আরেকটি ধাপ পার করেছে। নির্বাচন নিয়ে তিনি বলেন, মধ্যবর্তী নির্বাচনের কোনো সুযোগ নেই। প্রধানমন্ত্রী বিষয়টিকে বিস্তারিত ব্যাখ্যা করেছেন। বিরোধীদলকে অপেক্ষা করতে হবে আগামী নির্বাচনের জন্য। প্রধানমন্ত্রীর জাপান সফর সফল উল্লেখ করে তিনি বলেন, এরকম সফল জাপান সফর আগে কখনো হয়নি। সংগঠনের মহাসচিব হুমায়ুন কবির মিজির সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা মোজাফফর হোসেন পল্টু, আসাদুজ্জামান দুর্জয়, সোহেলী পারভীন মনি, সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী প্রমুখ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ