শেখ মুজিব আ’লীগকে বিলুপ্ত করেছিলেন : ফখরুল

mirza-fokhrul-fakhrul-islam-ফখরুল-ইসলাম-আলমগিরসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ আওয়ামী লীগ নেতা শেখ মুজিব দলটিকে (আওয়ামী লীগ) বিলুপ্ত করে বাকশাল গঠন করেছিলেন। পাশাপাশি দেশের অন্যান্য সব রাজনৈতিক দল নিষিদ্ধ করেছিলেন তিনি। সোমবার জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমানের ৩৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শ্রমিকদল আয়োজিত আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ মন্তব্য করেছেন। ফখরুল বলেন, বর্তমান অবৈধ সরকারকে অবৈধ বললে অসন্তুষ্ট হয়। তারা বলেন, আমরা অবৈধ নই। বিএনপি অবৈধ। এর চেয়ে হাস্যকর আর কী হতে পারে! ফখরুল বলেন, জার্মানির বিদায়ী রাষ্ট্রদূত চলে যাবার সময় বলেছেন আওয়ামী লীগ কয়েকটি জায়গায় ব্যর্থ হয়েছে। তার এই কথার সূত্র ধরে আমরা বলতে চাই, দেশে আইনের শাসন নেই। আমাদের হাজার হাজার নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়েছে। হত্যা-গুম করছে। আর আইনের শাসন না থাকার কারণে এখন তারা নিজেরা নিজেদের মধ্যে খুন গুমে জড়িয়ে পড়েছে। আওয়ামী লীগ দেশকে ধ্বংস করে দিয়েছে এই অভিযোগ করে তিনি বলেন, অতীতেও তারা গণতন্ত্রকে হত্যা করেছে। এখনো তারা গণতন্ত্রতে হত্যা করছে। ৭২ থেকে ৭৫ সালে তারা বাকশাল কায়েম করে দেশের সব পত্রিকা বন্ধ করে দিয়েছিল। দেশের শিল্প কারখানা ধ্বংস করে দিয়েছিল। দেশের অর্থনীতেকে ধ্বংস করে দিয়েছিল। তিনি বলেন, জিয়াউর রহমান মাত্র ৪বছরে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন। এসময় তিনি আধুনিক বাংলাদেশ গড়ে তোলার জন্য গোটা জাতিকে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করেছিলেন। এই ধরণের মানুষকে নিয়ে আওয়ামী লীগ যখন বিদ্রুপ করে কথা বলে তখন তাদের জন্য করুণা হয়। বাংলাদেশের স্বাধীনতা স্বার্বভৌমত্ব ও অস্তিত্বের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিল তাদেরই কিছু অংশ জিয়াউর রহমানকে হত্যা করেছে বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা। ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর তিনি ধ্বংসস্তুপ থেকে দেশের অর্থনীতিকে ফিরিয়ে এনেছিলেন। ফিরিয়ে দিয়েছিলেন বাক স্বাধীনতা। দেশে মুক্তবাজার অর্থনীতির চালু করেছিলেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আনোয়ার হোসেন। বক্তৃতা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, দলের শ্রম বিষয়ক সম্পাদক জাফরুল হাসান চৌধুরী প্রমুখ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ